Thursday, August 21, 2025

বিজেপির নবান্ন অভিযানে পুলিশের গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ৭

Date:

বিজেপির নবান্ন অভিযানে পুলিশের গাড়িতে আগুন লাগানোর অভিযোগে গ্রেফতার ৭ জন। অভিযুক্তদের সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করে পুলিশ। এরপর তাদের গ্রেফতার করা হয়। ধৃতদের মধ্যে একজনের নাম দীপ সরকার। ভিডিয়োতে তাঁকে লাইটার হাতে পুলিশের পিসিআর ভ্যানের সিটের নীচে আগুন ধরাতে দেখা গিয়েছে। এই ঘটনায়। আরও বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন:নবান্ন অভিযানে দেখাই পাওয়া গেল না বিজেপির সঙ্গে-থাকা টলি তারকাদের

বিজেপির নবান্ন অভিযানে হাওড়া, সাঁতরাগাছি রণক্ষেত্রের চেহারা নেয়। কিন্তু সব উত্তেজনাকে ছাপিয়ে যায় এমজি রোডের ঘটনা। বিক্ষোভকারীরা রাস্তা ধরে এগোনোর আগেই তাদের আটকে দেয় পুলিশ। পুলিশের ওপর হামলা চালায় বিক্ষোভকারীরা। এমতাবস্থায় পুলিশের দাঁড় করানো পিসিআর ভ্যানটিকে ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা। তারপর লাইটার দিয়ে গাড়ির স্টিয়ারিংয়ে আগুন ধরিয়ে দেয়। বোতলে পেট্রোল এনে ঢালা হয়। মুহূর্তের মধ্যেই গোটা গাড়ি দাউ দাউ করে জ্বলতে থাকে। গাড়িতে রাখা ছিল কলকাতা পুলিশের একটি টুপি। তাতেও আগুন ধরানো হয়।
এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে বিজেপি। এমনকি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দাবি করেন, ভিড়ের মধ্যে মিশে থেকে তৃণমূল কর্মীরাই এই কাজ করেছেন। যদিও তৃণমূল কংগ্রেসের তরফে এই ঘটনার সঙ্গে যুক্ত একজনকে চিহ্নিত করে তার সঙ্গে নিশীথ প্রামাণিকের ছবি প্রকাশ্যে এনেছে। এরপরই পুলিশ ভিডিও ফুটেজ দেখে দোষীদের গ্রেফতার করে।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version