৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পরে গ্রেফতার মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়

SSC দুর্নীতি মামলায় ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পরে গ্রেফতার মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় (Kalyanmoy Ganguli)। বৃহস্পতিবার সকালেই তাঁকে ডেকে পাঠায় CBI। নিজাম প্যালেসে (Nizam Palace) ৬ ঘণ্টা টানা জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয়।

এসএসসি নিয়োগকাণ্ডের তদন্তে এদিন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতিকে নিজাম প্যালেসে তলব করা হয়। অভিযোগ, তাঁর বয়ানে অসঙ্গতি মেলে। তাঁকে কিছু নথি নিয়ে আসতে বলা হয়। তিনি সেগুলি নিয়ে ফের নিজাম প্যালেসে যান। বাগ কমিটির রিপোর্টেও কল্যাণময়ের নাম ছিল। এর আগে ধৃত এসপি সিনহাকে জেরার সময়ও তাঁর নাম উঠে আসে। টানা ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পরে গ্রেফতার করা হয় কল্যাণময়কে। পরে তাঁকে মেডিক্যাল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় এসএসকেএম-এ। কিছুক্ষণ আগে এসএসকেএমে মেডিক্যালের জন্য নিয়ে আসা হয় কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে। মিনিট পাঁচেক তিনি সেখানে ছিলেন। এর পরই তাঁকে নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হয়। সূত্রের খবর ফের এক দফায় ম্যারাথন জেরা করা হয় তাঁকে। আজ গ্রেফতারির পর তিনি বলেন, “যেটা বলেছি ঠিক বলেছি।” এখনও পর্যন্ত যে তথ্য তাঁর বিরুদ্ধে পাওয়া গিয়েছে সবই দিল্লি পাঠিয়ে দেওয়া হয়েছে বলে খবর। সেখান থেকে নির্দেশ আসার পরই গ্রেফতারির সিদ্ধান্ত। শুক্রবার, আলিপুর আদালতে পেশ করা হবে।