Friday, August 22, 2025

নজরে ২৪: কেন্দ্রে ক্ষমতায় এলে পিছিয়ে পড়া রাজ্যগুলিকে বিশেষ মর্যাদার প্রতিশ্রুতি নীতীশের

Date:

বিজেপির সঙ্গ ত্যাগের পর কোমর বেধে লোকসভার(Loksabha) প্রস্তুতি শুরু করে দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার(Nitish Kumar)। আর সেই লক্ষ্যে এবার বড় প্রতিশ্রুতি দিয়ে দিলেন তিনি। বৃহস্পতিবার পাটনায়(Patna) সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নীতীশ কুমার জানিয়ে দিলেন, ২৪-এর নির্বাচনে বিরোধি জোট জয়ী হয়ে পিছিয়ে পড়া রাজ্যগুলিকে দেওয়া হবে বিশেষ মর্যাদা(Special Status)।

গেরুয়া সঙ্গ ছাড়ার পর সদ্য দিল্লিতে গিয়ে বিরোধী দলগুলির প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করেছেন জেডিইউ সুপ্রিমো। উদ্দেশ্য ছিল ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিরোধী জোট গড়ে তোলা। তিনদিনের শরদ পওয়ার, রাহুল গান্ধী, অরবিন্দ কেজরিওয়াল, মুলয়ম সিং যাদব, অখিলেশ যাদব-সহ বেশ কয়েকজন নেতার সঙ্গে দেখা করেন তিনি। এরপরই জাতীয় রাজনীতিতে গুঞ্জন শুরু হয় ২৪-এর নির্বাচনকে মাথায় রেখে নিজেকে প্রধানমন্ত্রী মুখ করার প্রস্তুতি নিচ্ছেন নীতীশ। এরই মাঝে বৃহস্পতিবার সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “যদি আমরা (কেন্দ্রে) সরকার গড়ার সুযোগ পাই, তাহলে পিছিয়ে পড়া রাজ্যগুলিকে নিশ্চিতভাবে বিশেষ মর্যাদা দেওয়া হবে। আমায় শুধু বিহারের কথা বলছি না, অন্য রাজ্যগুলি যারা বিশেষ মর্যাদা পাওয়ার যোগ্য তাদের কথাও বলাছি।”

বিশ্লেষকদের মতে, এনসিপি প্রধান শরদ পওয়ারের নেতৃত্বে বিজেপি বিরোধী জোট গড়ে তোলার প্রচেষ্টা নতুন কিছু নয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও চব্বিশের নির্বাচনে ‘বিজেপি হঠাও’ ডাক দিয়েছেন। কিন্তু, এই মুহূর্তে কংগ্রেসের সঙ্গে আঞ্চলিক দলগুলির সম্পর্ক তেমন ভাল নয়। আম আদমি পার্টি, তৃণমূল কংগ্রেস, জনতা দল (ইউনাইটেড) কংগ্রেসের নেতৃত্ব কতটা মেনে নেবে তা নিয়ে সংশয় রয়েছে। আবার, কংগ্রেস ছাড়া বিরোধী জোট কার্যত সম্ভব নয় বলেও ধারণা রাজনৈতিক মহলের। এদিকে রাহুলকে প্রধানমন্ত্রী মুখ করার সামর্থ্য নেই কংগ্রেসের। এহেন পরিস্থিতিতে বিরোধী মুখ হতে নীতীশ কোমর বেধে নেমে পড়েছেন বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Related articles

আইনি জটিলতা কাটিয়ে স্নাতকের মেধাতালিকা প্রকাশ, শুরু হচ্ছে ভর্তি: জানালেন শিক্ষামন্ত্রী

আইনি জটিলতা কাটিয়ে স্নাতকস্তরে প্রকাশিত হল অনলাইনে পোর্টালে ভর্তির ফলাফল। শুক্রবার ফল (Result) প্রকাশের সঙ্গে সঙ্গেই ভর্তি প্রক্রিয়া...

কিছু হাই কোর্টের বিচারপতির কর্তব্যবোধ কম পড়ছে: মত সুপ্রিম কোর্টের বিচারপতির

একাধিক হাই কোর্টের বিচারপতিদের স্বরূপ বাংলায় অনেক আগেই খুলে গিয়েছে, যখন হাই কোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে...

মোদিজি আসুন বাংলার উন্নয়ন দেখে যান: কটাক্ষ চন্দ্রিমার

“ছাব্বিশের নির্বাচনের আগে আবার আসতে শুরু করেছেন। এবার থেমে থাকুন দাদা।“ নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া...

স্বপ্নভঙ্গ নয়, মুক্তির লড়াই: জাতীয় স্তরের রেফারি হলেন গোপীবল্লভপুরের মনি খিলাড়ি

এ গল্প কোনো স্বপ্নভঙ্গের নয়, বরং শৃঙ্খল ভাঙার গল্প। কনকনে শীতের রাতে বাড়ি থেকে পালিয়ে নিজের বিয়ে ভেঙে...
Exit mobile version