Thursday, August 21, 2025

রুদ্রপ্রয়াগে মিলল গোপন হ্রদের সন্ধান! গুগল ঘেঁটে হিমালয়ের বুকে নতুন আবিষ্কার

Date:

পাহাড়ের টানে ছয় বন্ধু মাঝেমধ্যেই এখানে ওখানে বেরিয়ে যেতে পছন্দ করেন। দুঃসাহসিক অভিযানে (Adventure tourism) এবারও যাত্রা শুরু। তবে পাশাপাশি আবিষ্কারের আনন্দ। এবার গুগল আর্থ (Google Earth) দেখে হিমালয়ের (Himalaya) বুকে নতুন হ্রদ আবিষ্কার করলেন অভিষেক, আকাশ, দীপক, বিনয়, ললিত মোহন এবং অরবিন্দ। সমুদ্রতল থেকে প্রায় ১৬ হাজার ফুট উপরে দুর্গম পাহাড়ি পথ পেরিয়ে হ্রদটি খুঁজে বার করেছেন তাঁরা। রুদ্রপ্রয়াগে (Rudraprayag) গাড়োয়াল হিমালয়ের খাঁজে লুকিয়ে ছিল নামহীন সেই হ্রদ (Lake)।

উত্তরাখণ্ডের ছয় বাসিন্দা করোনাকাল থেকেই গুগল আর্থ নিয়ে পড়াশোনা করতে শুরু করেন। তখনই এক অজানা হ্রদের সন্ধান পান তাঁরা। আগ্রহের বশেই সেই নিয়ে পড়াশোনা করতে শুরু করেন। থিওরির পরে ঠিক করেন নিজেরা দেখে আবিষ্কার করবেন। এক বছরের প্রস্তুতির পর অবশেষে ২৭ অগস্ট শুরু হয় দুঃসাহসিক সেই অভিযান। ছ’জনের সেই অভিযাত্রী দলের নেতৃত্বে ছিলেন অভিষেক পানোয়ার। তাঁর গ্রাম গৌন্দার থেকেই আসল যাত্রা শুরু হয়। প্রায় ১১ কিলোমিটার পাহাড়ি পথ পেরিয়ে তাঁরা প্রথমে মদমহেশ্বর ধাম তারপর সেখান থেকে হাড়-কাঁপানো ঠান্ডায় সামনের দিকে এগিয়ে যাওয়া। উত্তরাখণ্ডের পবিত্র শিব তীর্থগুলির মধ্যে অন্যতম এই ধাম পঞ্চকেদারের অংশ। সেই মদমহেশ্বর ধামে বেস ক্যাম্প তৈরি করেন তাঁরা। তার পর মদমহেশ্বর থেকে ছ’দিনের রুদ্ধশ্বাস অভিযান। আবহাওয়া খুব একটা অনুকূল ছিল না। অবশেষে এল সেই দিন, ১ সেপ্টেম্বর ভোরে হ্রদের ঠিক কাছে পৌঁছে যান অভিষেক, আকাশরা। তখন চোখের সামনে আবিষ্কারের আনন্দ। তাঁরা বিশ্বাস করতে পারছেন না এখনও। জানা যায় উত্তরাখণ্ড সরকারের পর্যটন দফতর (Tourism Department of Uttarakhand) অভিষেকদের এই নতুন হ্রদ আবিষ্কারের বিষয়ে তথ্য সংগ্রহ করতে শুরু করেছে।

 

Related articles

বাংলাদেশ বিরোধী কার্যকলাপ ভারতে নেই: বাংলাদেশের প্রশ্নের উত্তর ঘুরিয়ে দিল বিদেশ মন্ত্রক

ভারতেই লুকিয়ে রয়েছেন বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লিগের আরও নেতা মন্ত্রীদের লুকিয়ে থাকার সন্দেহও প্রকাশ করেছে...

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...
Exit mobile version