Sunday, August 24, 2025

ফের বাংলায় টাটার বিনিয়োগ, খড়গপুরে ‘টাটা মেটালিক্স’-এর সম্প্রসারিত ইউনিটের উদ্বোধন মুখ্যমন্ত্রীর

Date:

ফের বাংলায় টাটার বিনিয়োগ। বৃহস্পতিবার, খড়গপুরে ‘টাটা মেটালিক্স’-এর সম্প্রসারিত ইউনিটের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এতে ৬০০ কোটি টাকারও বেশি টাকা বিনিয়োগ করছে টাটা গোষ্ঠী। এদিন কারিগরি শিক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের চাকরির নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, এই কারখানায় প্রচুর কর্মসংস্থান হবে।

ন্যানো গাড়ি তৈরির কারখানার জন্য সিঙ্গুরে জমি নিয়েছিল টাটা সংস্থা। তৎকালীন বাম সরকারের বিরুদ্ধে কৃষকদের জমি অধিগ্রহণের অভিযোগ তুলে আন্দোলনে নেমেছিলেন মমতা। দাবি আদায়ে দীর্ঘদিন অনশন করেন তৃণমূল নেত্রী। শেষ পর্যন্ত কারখানা কাজ মাঝ পথে বন্ধ রেখে ছেড়ে চলে যায় টাটা গোষ্ঠী।

এই ঘটনার পরেও অবশ্য রাজ্যে তাদের যে কারখানাগুলি রয়েছে, সেখানে কাজ চালিয়ে গিয়েছে। বিনিয়োগ করেছে বাংলায়। খড়্গপুরে তাদের কারখানা রয়েছে। এবার সেখানেই বড় বিনিয়োগ করল তারা। মুখ্যমন্ত্রী জানান, ৬০০ কোটি টাকা বিনিযোগ করছে তারা। সেখানে অনেকের কর্মসংস্থান হবে। এর পাশাপাশি, ওই কারখানায় উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ৫০০ তরুণীকে ট্রেনিং দিয়ে নিয়োগ করা হবে। এই বিষয়ে ইচ্ছুকদের জেলা শাসককে ইমেল করার পরামর্শ দেন মমতা।

টাটাদের কোম্পানিতে মহিলাদের কর্ম সংস্থানের হার যথেষ্ট। মমতা নিজেও সবসময় মেয়েদের কর্মসংস্থান জোর দেন। তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পরেই রাজ্যে শিল্পোন্নয়নে জোর দেন মমতা। বিভিন্ন সংস্থা রাজ্যে বিনিযোগ করছে। এদিনের অনুষ্ঠান থেকেও তিনি বলেন, বাংলা কৃষিতে একনম্বর বাংলা। এবার শিল্পতেও রাজ্যে সেরা হবে।

 

Related articles

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...
Exit mobile version