Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

১) শেষ হল টেনিস বিশ্বের ফেডেরার যুগ। বৃহস্পতিবার টেনিস থেকে অবসর ঘোষণা করলেন রজার ফেডেরার। লেভার কাপের পর আর প্রতিযোগিতামূলক টেনিস খেলবেন না বলে জানিয়েছেন ২০টি গ্র্যান্ড স্ল্যামের মালিক।

২) টেনিস থেকে অবসর নেওয়ার পর পরিবার এবং তাঁর অনুরাগীদের উদ্দেশে বার্তা দিলেন রজার ফেডেরার। সমর্থকদের উদ্দেশে রজার বলেন,” তোমরা আমাকে কতটা শক্তি দিয়েছ তোমরা নিজেরাই জানো না।

৩) স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে ইডেনে শুক্রবার যে প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছে, তার উদ্বোধন হবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাতে। লিগের উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মূল আকর্ষণ সেই সৌরভ।

৪) লেজেন্ডস লিগের প্রথম ম্যাচেই মুখোমুখি বীরেন্দ্র সেহবাগ ও জ্যাক কালিস। কলকাতার ইডেন গার্ডেন্সে শুক্রবার একটি চ্যারিটি ম্যাচের মধ্যে দিয়ে এই প্রতিযোগিতা শুরু হতে চলেছে। সেহবাগ নেতৃত্ব দেবেন ‘ইন্ডিয়া মহারাজা’ দলের।

৫) টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম‍্যাচের সব টিকিট শেষ, জানাল আইসিসি। স্ট্যান্ডিং রুমের টিকিট বিক্রি শুরুর কয়েক মিনিটের মধ্যেই শেষ হয়ে গেছে বলে জানিয়েছে আইসিসি।

আরও পড়ুন:Breakfast news: ব্রেকফাস্ট নিউজ