Sunday, August 24, 2025

আটদিন বন্দি করে মহিলাকে শারীরিক নির্যাতন, ফের কাঠগড়ায় যোগীরাজ্য

Date:

লখিমপুরের খেরির দুই নাবালিকাকে ধর্ষণ ও হত্যার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের নারী নির্যাতনের আরেক ঘটনা প্রকাশ্যে। ঘটনাস্থল সেই বিজেপি শাসিত যোগীরাজ্য। এবার সাঙ্গারি থানা এলাকায় এক মহিলাকে বন্দি রেখে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ উঠল। এমনকি পুলিশের দ্বারস্থ হয়েও লাভ হয়নি। অভিযুক্ত যুবক মহিলার পূর্ব পরিচিত হওয়ায় অভিযোগ নিতেই চায়নি পুলিশ। শেষমেশ আদালতের দ্বারস্থ হয়েছেন ওই নির্যাতিতা।

আরও পড়ুন:হাথরসকাণ্ডের পুনরাবৃত্তি , লখিমপুরে দুই দলিত কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার

নির্যাতিতার অভিযোগ, অজয়পাল বর্মা নামে এক যুবক তাঁকে ঘরে বন্দি রেখে দিনের পর দিন ধর্ষণ করেছে। মহিলার অভিযোগ, পুলিশের কাছে আর্জি জানিয়েও কোনও লাভ  হয়নি। ঘটনা প্রকাশ্যে আসতেই পুলিশ জানিয়েছে, গত ১৫ জুন গৌহানিয়া রেলওয়ে ক্রসিংয়ের কাছে সবজি কিনতে গিয়েছিলেন ওই মহিলা। সে সময়ই পথে অভিযুক্ত যুবকের সঙ্গে তাঁর দেখা হয়।এরপরই বাইকে করে মহিলাকে বাড়িতে নিয়ে যান ওই যুবক। এরপরই ওই মহিলাকে আটদিন ধরে বন্দি রেখে ধর্ষণ করা হয়। অভিযুক্ত যুবকের হাত থেকে বাঁচতে পালানোর চেষ্টা করলেও মহিলাকে প্রাণে মারা হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।

এদিকে মেয়ে আট দিন ঘরে না ফেরায় উদ্বিগ্ন ওই মহিলাকে তাঁর মা অভিযুক্ত যুবকের বাড়ি যান।  সেখান থেকেই নির্যাতিতাকে উদ্ধার করেন তিনি। নির্যাতিতার অভিযোগ, স্থানীয় থানায় এই অভিযোগ জানাতে গিয়েছিলেন। কিন্তু অভিযোগ নেওয়া হয়নি। তাই আদালতের দ্বারস্থ হন।

আদালতের নির্দেশ মোতাবেক এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত যুবকের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও এই ঘটনায় এখনও অভিযুক্তকে গ্রেফতারের কোনও খবর মেলেনি।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version