Thursday, November 13, 2025

আটদিন বন্দি করে মহিলাকে শারীরিক নির্যাতন, ফের কাঠগড়ায় যোগীরাজ্য

Date:

লখিমপুরের খেরির দুই নাবালিকাকে ধর্ষণ ও হত্যার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের নারী নির্যাতনের আরেক ঘটনা প্রকাশ্যে। ঘটনাস্থল সেই বিজেপি শাসিত যোগীরাজ্য। এবার সাঙ্গারি থানা এলাকায় এক মহিলাকে বন্দি রেখে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ উঠল। এমনকি পুলিশের দ্বারস্থ হয়েও লাভ হয়নি। অভিযুক্ত যুবক মহিলার পূর্ব পরিচিত হওয়ায় অভিযোগ নিতেই চায়নি পুলিশ। শেষমেশ আদালতের দ্বারস্থ হয়েছেন ওই নির্যাতিতা।

আরও পড়ুন:হাথরসকাণ্ডের পুনরাবৃত্তি , লখিমপুরে দুই দলিত কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার

নির্যাতিতার অভিযোগ, অজয়পাল বর্মা নামে এক যুবক তাঁকে ঘরে বন্দি রেখে দিনের পর দিন ধর্ষণ করেছে। মহিলার অভিযোগ, পুলিশের কাছে আর্জি জানিয়েও কোনও লাভ  হয়নি। ঘটনা প্রকাশ্যে আসতেই পুলিশ জানিয়েছে, গত ১৫ জুন গৌহানিয়া রেলওয়ে ক্রসিংয়ের কাছে সবজি কিনতে গিয়েছিলেন ওই মহিলা। সে সময়ই পথে অভিযুক্ত যুবকের সঙ্গে তাঁর দেখা হয়।এরপরই বাইকে করে মহিলাকে বাড়িতে নিয়ে যান ওই যুবক। এরপরই ওই মহিলাকে আটদিন ধরে বন্দি রেখে ধর্ষণ করা হয়। অভিযুক্ত যুবকের হাত থেকে বাঁচতে পালানোর চেষ্টা করলেও মহিলাকে প্রাণে মারা হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।

এদিকে মেয়ে আট দিন ঘরে না ফেরায় উদ্বিগ্ন ওই মহিলাকে তাঁর মা অভিযুক্ত যুবকের বাড়ি যান।  সেখান থেকেই নির্যাতিতাকে উদ্ধার করেন তিনি। নির্যাতিতার অভিযোগ, স্থানীয় থানায় এই অভিযোগ জানাতে গিয়েছিলেন। কিন্তু অভিযোগ নেওয়া হয়নি। তাই আদালতের দ্বারস্থ হন।

আদালতের নির্দেশ মোতাবেক এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত যুবকের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও এই ঘটনায় এখনও অভিযুক্তকে গ্রেফতারের কোনও খবর মেলেনি।

Related articles

ষড়যন্ত্রের আঁতুরঘর আল-ফালাহ ইউনিভার্সিটি? রুম নম্বর ১৩!

দেশের নজর এখন আল-ফালাহ ইউনিভার্সিটি। দিল্লির লালকেল্লার কাছে বিস্ফোরণের পরে চর্চার শিরোনামে এই বিশ্ববিদ্যালয় (University)। তদন্তকারীদের নজরেও রয়েছে...

নভেম্বরেই চার বিশেষ দিন! গোয়েন্দা গাফিলতিতে দেশের চার শহর বিপদে

মাত্র সাত মাস। তার মধ্যে দেশের দ্বিতীয় জঙ্গি হামলা। বুক ফুলিয়ে অপারেশন সিঁদুরের প্রচার চালানো বিজেপি নেতাদের নাকের...

ব্যাটিং মহড়ায় মগ্ন অধিনায়ক, ‘চ্যালেঞ্জ সামলে’ ইডেনে নামছেন প্রিন্স

বিরাট কোহলি, রোহিত শর্মারা টেস্ট ক্রিকেট থেকে অতীত হয়ে হয়ে গিয়েছেন। তারকা প্রথায় চলা ভারতীয় দলের প্রিন্স এখন...

জিতলেও বিজয় মিছিল নয়! বিহার নির্বাচনের ফলাফলের আগে কমিশনকে টানতে হল লাগাম

নির্বাচন প্রক্রিয়া জুড়ে অশান্তি বারবার মাথাচাড়া দিয়েছে নীতীশ কুমারের বিহারে। বারবার আক্রান্ত হয়েছে বিরোধী দলের নেতা-কর্মী এমনকি প্রার্থীরাও।...
Exit mobile version