টানা বৃষ্টিতে বিপর্যস্ত লখনউ, দেওয়াল ভেঙে অন্তত ৯ জনের মৃত্যু

টানা বৃষ্টিতে জেরবার লখনউ সহ উত্তরপ্রদেশের একাধিক জেলা। লাগাতার বৃষ্টির জেরে বিপর্যস্ত জনজীবন।শুক্রবার ভোরে লখনউয়ের দিলকুশা এলাকায় বাড়ির দেওয়াল ভেঙে কমপক্ষে ৯ জনের মৃত্যু হয়েছে। আহত আরও এক। মৃতদের মধ্যে তিনজন শিশু এবং চারজন মহিলা রয়েছেন। ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু করেছে উদ্ধারকারী দল।পে লোডার দিয়ে ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে।

আরও পড়ুন:Medicine Alert: জরুরি তালিকা থেকে বাদ পড়ল র‌্যানট্যাক, জিনট্যাক

এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মৃতদের পরিবারকে চার লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন তিনি।

উত্তরপ্রদেশ সহ গোটা উত্তর ভারতেই বৃষ্টির পরিমাণ বেড়েছে। আবহাওয়া দফতর তরফে জানানো হয়েছে, ঝাঁসি, ওরাই, লখনউ, কানপুর, বাহরাইচ-সহ উত্তরপ্রদেশের একাধিক জেলায় গত ২৪ ঘণ্টা ধরে ভারী বৃষ্টি হচ্ছে। বরেলি, পিলভিট, শাহজাহানপুর, হারদৌই, সীতাপুর, কানপুর, প্রয়াগরাজে আগামী দু’দিন আরও বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।নদীর জলস্তর বেড়েছে অনেকটাই। লাগাতার বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ হয়েছে বহু এলাকা। গোটা রাজ্যজুড়ে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী মোতায়েন করা হয়েছে শহরে। কিছু এলাকার মানুষকে অন্যত্র সরিয়ে নিয়েছে প্রশাসন।