Friday, August 22, 2025

ত্রিপুরা বিজেপির প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের পায়ে ৭৫ হাজারের জুতো! নিন্দার ঝড়

Date:

শিল্প নেই। কর্মসংস্থান নেই। নেই ভালোমানের স্বাস্থ্য পরিষেবা। বেশিরভাগ মানুষের দু’বেলা দু’মুঠো খাবার জোটে না। সেই নেই রাজ্যে বর্তমান শাসক দলের প্রাক্তন মুখ্যমন্ত্রীর পায়ে কি-না ৭৫ হাজারের জুতো! হ্যাঁ, ত্রিপুরার প্রাক্তন বিজেপি মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা বিপ্লব দেবের পায়ে ৭৫ হাজারি জুতো! যা নিয়ে তোলপাড় গোটা রাজ্য। নেট দুনিয়ায় তুমুল ভাইরাল বিপ্লবের সেই জুতো জোড়া।

বিপ্লববাবু এবার রাজ্যসভায় যাবেন। তার আগে পিছিয়ে পড়া এই রাজ্যের শাসক দলের অন্যতম শীর্ষ নেতার
পায়ে এই “মহার্ঘ” জুতো নিয়ে রীতিমতো অস্বস্তিতে গেরুয়া শিবির। বিশ্ববিখ্যাত “লুই ভিতাঁ” ব্র্যান্ডের জুতোর বিষয়টি সামনে আসতেই কটাক্ষ করতে ছাড়েননি বিরোধীরা। যদিও বিজেপি আইটি সেল “ড্যামেজ কন্ট্রোল”-এ নেমে দাবি করেছে, বিপ্লবের পায়ে যে জুতোর ছবি ভাইরাল হয়েছে, তার দাম নাকি মাত্র ৪০০ টাকা। তবে বিজেপির নেতা-মন্ত্রীরা এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন। মুখ লুকিয়ে বেড়াচ্ছেন।

তৃণমূল-সহ বিরোধীদের বক্তব্য, খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেখানে নিজের নামাঙ্কিত ১০ লাখি পোশাক পরেন, সেখানে বিজেপির একজন রাজ্য নেতা হিসেবে বিপ্লবের পায়ে ৭৫ হাজারি জুতো দেখা যাবে, সেটাই তো স্বাভাবিক! বিরোধীদের আরও খোঁচা, রান্নার গ্যাস-সহ জ্বালানির দামবৃদ্ধি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যর আকাশ ছুঁয়েছে।
দেশের মানুষ খেতে পেলেন কি না সেদিকে নজর নেই, বিজেপি নেতারা শুধু নিজেদের নিয়েই ব্যস্ত। মানুষ সব দেখছে, বুঝছে। সময় মতো জবাব মানুষই দেবে।

আরও পড়ুন:আটদিন বন্দি করে মহিলাকে শারীরিক নির্যাতন, ফের কাঠগড়ায় যোগীরাজ্য

Related articles

আজ দুপুরেই জয়েন্টের ফল: হাই কোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিয়ে জানাল শীর্ষ আদালত, নয়া মেধাতালিকা প্রকাশও

জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকা নিয়ে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের নির্দেশে স্থগিতাদেশ...

গায়ক থেকে পরিচালক, নওয়াজউদ্দিনকে নিয়ে শান্তিনিকেতনে শ্যুটিং অরিজিতের!

রেকর্ডিং ফ্লোর থেকে স্টেজ, কণ্ঠের জাদুতে হিমাচলের মন জয় করার পর এবার ক্ল্যাপস্টিক হাতে চমকে দিলেন অরিজিৎ সিং...

জয়েন্ট এন্ট্রান্সের নয়া মেধাতালিকা প্রকাশ করার সুপ্রিম-নির্দেশ

জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকা নিয়ে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (JEE) নতুন মেধা তালিকা...

অপমানিত দিলীপ; রবিশঙ্করের আশ্রমে যাওয়ার আগে বললেন, জোর ধাক্কা খাবে

প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের অনুষ্ঠানে ডাক না পেয়ে ক্ষুব্ধ -হতাশ দিলীপ ঘোষ (Dilip Ghosh) চলে গেলেন বেঙ্গালুরুতে। সেখানে সস্ত্রীক...
Exit mobile version