Tuesday, November 11, 2025

ত্রিপুরা বিজেপির প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের পায়ে ৭৫ হাজারের জুতো! নিন্দার ঝড়

Date:

শিল্প নেই। কর্মসংস্থান নেই। নেই ভালোমানের স্বাস্থ্য পরিষেবা। বেশিরভাগ মানুষের দু’বেলা দু’মুঠো খাবার জোটে না। সেই নেই রাজ্যে বর্তমান শাসক দলের প্রাক্তন মুখ্যমন্ত্রীর পায়ে কি-না ৭৫ হাজারের জুতো! হ্যাঁ, ত্রিপুরার প্রাক্তন বিজেপি মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা বিপ্লব দেবের পায়ে ৭৫ হাজারি জুতো! যা নিয়ে তোলপাড় গোটা রাজ্য। নেট দুনিয়ায় তুমুল ভাইরাল বিপ্লবের সেই জুতো জোড়া।

বিপ্লববাবু এবার রাজ্যসভায় যাবেন। তার আগে পিছিয়ে পড়া এই রাজ্যের শাসক দলের অন্যতম শীর্ষ নেতার
পায়ে এই “মহার্ঘ” জুতো নিয়ে রীতিমতো অস্বস্তিতে গেরুয়া শিবির। বিশ্ববিখ্যাত “লুই ভিতাঁ” ব্র্যান্ডের জুতোর বিষয়টি সামনে আসতেই কটাক্ষ করতে ছাড়েননি বিরোধীরা। যদিও বিজেপি আইটি সেল “ড্যামেজ কন্ট্রোল”-এ নেমে দাবি করেছে, বিপ্লবের পায়ে যে জুতোর ছবি ভাইরাল হয়েছে, তার দাম নাকি মাত্র ৪০০ টাকা। তবে বিজেপির নেতা-মন্ত্রীরা এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন। মুখ লুকিয়ে বেড়াচ্ছেন।

তৃণমূল-সহ বিরোধীদের বক্তব্য, খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেখানে নিজের নামাঙ্কিত ১০ লাখি পোশাক পরেন, সেখানে বিজেপির একজন রাজ্য নেতা হিসেবে বিপ্লবের পায়ে ৭৫ হাজারি জুতো দেখা যাবে, সেটাই তো স্বাভাবিক! বিরোধীদের আরও খোঁচা, রান্নার গ্যাস-সহ জ্বালানির দামবৃদ্ধি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যর আকাশ ছুঁয়েছে।
দেশের মানুষ খেতে পেলেন কি না সেদিকে নজর নেই, বিজেপি নেতারা শুধু নিজেদের নিয়েই ব্যস্ত। মানুষ সব দেখছে, বুঝছে। সময় মতো জবাব মানুষই দেবে।

আরও পড়ুন:আটদিন বন্দি করে মহিলাকে শারীরিক নির্যাতন, ফের কাঠগড়ায় যোগীরাজ্য

Related articles

বুকে সংক্রমণ: লীলাবতী হাসপাতালে ভর্তি করা হল প্রবীণ অভিনেতা প্রেম চোপড়াকে

বলিউডে সম্প্রতি যেন বিয়োগের গেরো। একদিকে ইন্ডাস্ট্রির হি-ম্যান ধর্মেন্দ্র সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। অন্যদিকে বুকে সংক্রমণ নিয়ে হাসপাতালে...

রাজধানীর নিরাপত্তায় এত খামতি! স্বরাষ্ট্র মন্ত্রককে তোপ অভিষেকের

রাজধানীর নিরাপত্তায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সেই রাজধানী দিল্লিতে প্রাণখুলে বাঁচতে চাওয়া মানুষকে নিরাপত্তা দেওয়া নিয়ে বারবার উঠেছে প্রশ্ন...

বিস্ফোরক ধরা পড়তেই তড়িঘড়ি প্ল্যান-বি! দিল্লি বিস্ফোরণে আত্মঘাতী হামলার তত্ত্বের সন্দেহ

ধীরগতিতে চলা আই-টোয়েন্টি গাড়ি। তার সূত্র ধরেই দিল্লি বিস্ফোরণের জট ছাড়ানোর চেষ্টায় দেশের একাধিক এজেন্সি। প্রায় ১০০টি সিসিটিভি...

ধর্মেন্দ্র প্রয়াত! সকাল থেকে মৃত্যুর খবরে ধন্দ, ‘মিথ্যা’ দাবি ইশা দেওলের

গুরুতর অসুস্থ ছিলেন। সোমবার তাঁকে ভেন্টিলেশনেও দেওয়া হয়েছিল। চোখের জল ফেলে হাসপাতালে বাবাকে দেখতে এসেছিলেন সানি দেওল (Sunny...
Exit mobile version