Saturday, August 23, 2025

জম্মু-কাশ্মীরে নিজস্ব রাজনৈতিক দল শুরুর আগেই এক জঙ্গি সংগঠনের হুমকির মুখে পড়লেন সদ্য কংগ্রেস ছেড়ে আসা বর্ষীয়াণ নেতা গুলাম নবি আজাদ (Ghulam Nabi Azad)। একটি সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট’ তথা টিআরএফ সোশ্যাল মিডিয়ায় পোস্টার শেয়ার করেছে। ওই জঙ্গি গোষ্ঠীর দাবি, গুলাম নবি আজাদের (Ghulam Nabi Azad) কংগ্রেস ছেড়ে দেওয়া ও নিজের রাজনৈতিক দল তৈরির চেষ্টা কোনও আকস্মিক ঘটনা নয়। এটা একটা সুচিন্তিত পদক্ষেপ। কংগ্রেসে থাকাকালীনই এই বিষয়ে মনস্থ করে ফেলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে তাঁর গোপন বৈঠকও হয়েছিল বলে দাবি করা হয়েছে।

বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ থেকে সন্ত্রাসবাদী সংগঠনগুলির কাছে অস্ত্র ছাড়ার আহ্বান জানিয়েছিলেন সদ্য কংগ্রেসত্যাগী বর্ষীয়ান রাজনীতিক গুলাম নবি আজাদ। তার ২৪ ঘণ্টা কাটার আগেই খুনের হমকি পেলেন তিনি। ওই বিজ্ঞপ্তিতে আজাদকে ‘বিশ্বাসঘাতক’ বলে অভিহিত করা হয়েছে। দাবি করা হয়েছে, তিনি বিজেপির হয়ে কাজ করছেন। খুনের হুমকি প্রসঙ্গে আজাদ অবশ্য জানিয়েছেন, তিনি শান্তির পথ থেকে সরবেন না।

কাশ্মীর হিংসা ছড়ানোর জন্য পড়শি রাষ্ট্র পাকিস্তানেরও সমালোচনা করেন আজাদ। জানান একটা বিপর্যস্ত দেশ নিজের স্বার্থসিদ্ধির জন্য উপত্যকাকে রক্তে রাঙাচ্ছে। বারামুলার একটি জনসভা থেকে আজাদ জানিয়েছিলেন, কাশ্মীরে ৩৭০ ধারা ফেরানোর মিথ্যা প্রতিশ্রুতি তিনি দিতে পারবেন না। এই কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, “৩৭০ ধারা পুনঃপ্রবর্তন করতে হলে লোকসভায় ৩৫০ জন সদস্যের প্রয়োজন, রাজ্যসভাতেও ১৭৫ জন সদস্যের সমর্থন প্রয়োজন।” উপত্যকায় কর্মসংস্থান তৈরি করতে, স্থানীয় মানুষদের জীবিকা এবং বাসস্থান সুরক্ষিত রাখতে তাঁর দলকে সমর্থন জানানোর অনুরোধ জানান তিনি।

Related articles

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...
Exit mobile version