Monday, November 10, 2025

মুম্বই হামলার অন্যতম চক্রী সাজিদ মীরকে আন্তর্জাতিক জ*ঙ্গি ঘোষণায় বাধা চিনের

Date:

Share post:

ফের আন্তর্জাতিক মঞ্চে পাক জ*ঙ্গির(Pak terrorist) রক্ষাকবচ হয়ে উঠলো চিন(China)। ২৬/১১ মুম্বাই জ*ঙ্গি হামলায় অন্যতম চক্রী ল*স্কর জ*ঙ্গি সাজিদ মীরকে (Sajid Mir) আন্তর্জাতিক জ*ঙ্গি ও কালো তালিকাভুক্ত করার প্রস্তাব পেশ করেছিল ভারত(India) ও আমেরিকা(USA)। রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে তার বিরুদ্ধে ভোট দিলো বেজিং।

সাজিদ মীর মুম্বইয়ের বি*স্ফোরণে অন্যতম মাস্টারমাইন্ড। জানা গিয়েছে, মীর মুম্বই হামলার ল*স্কর-ই-তইবার একজন প্রোজেক্ট ম্যানেজার ছিল। স্যাটেলাইট ফোনের মাধ্যমে মুম্বই হামলায় যাঁদের পণবন্দি করেছিল জ*ঙ্গিরা, তাঁদের হত্যার নির্দেশ দিয়েছিল মীর। ভারত বিরোধী স*ন্ত্রাসী অভিযানে যুক্ত জাকি উর রহমান লাকভির নিরাপত্তার বিষয়টি দেখভালো করত এই জ*ঙ্গি। জানা গিয়েছে, ল*স্কর ই তইবার বিদেশি সদস্যপদ বাড়ানোর জন্য ও তাঁদের প্রশিক্ষণের দায়িত্বে ছিল এ। এরজন্য মীরকে একাধিকবার বাংলাদেশ, কানাডা, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, শ্রীলঙ্কা ও মালদ্বীপ যেতে হয়েছিল। এবার রাষ্ট্রসঙ্ঘের মঞ্চে তা দিয়ে রক্ষাকবচ হয়ে উঠতে দেখা গেল চিনকে।

অবশ্য চিনের এহেন পদক্ষেপ এই প্রথমবার নয়, এর আগেও বহু পাকিস্তানি জ*ঙ্গিকে কালোতালিকাভুক্ত করা থেকে বাঁচিয়েছে চিন। এর আগে জই*শ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজহারের ভাই আব্দুল রউফ আজহারের ‘রক্ষাকবচ’ হয়ে দাঁড়িয়েছিল চিন। আব্দিল রহমান মাক্কিকে কালোতালিকাভুক্ত হতে দেয়নি চিন। মনে করা হচ্ছে, পাকিস্তানের সঙ্গে সুসম্পর্কের জেরেই পাক ভিত্তিক জ*ঙ্গিদের কালোতালিকাভুক্ত করতে দিচ্ছে না চিন।

উল্লেখ্য, চলতি বছরের জুন মাসে পাকিস্তান সরকারের তরফে সাজিদ মীরকে গ্রেফতারের দাবি করা হয়। ইসলামাবাদের একটি আদালত সাজিদ মীরকে আট বছরের কারাদণ্ড দিয়েছে বলে পাক সরকারের তরফে জানানো হয়। যদিও গত কয়েক বছর ধরে পাকিস্তানের তরফে জানানো হচ্ছে, সাজিদ মীরের মৃত্যু হয়েছে। যদিও বার বার পাক প্রশাসনের দাবিকে মিথ্যা প্রমাণ করে সাজিদ মীরের বেঁচে থাকার অস্তিত্বের প্রমাণ পাওয়া গেল।

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...