Monday, November 10, 2025

সিবিআই হেফাজতে চরম অস্বস্তিতে রাত কাটালেন পার্থ চট্টোপাধ্যায়

Date:

এক হেফাজত থেকে আরেক হেফাজত, রেহাই মিলছে না কিছুতেই। অসহায় বোধ করছেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। ইডির (ED) পর এবার সিবিআই (CBI) হেফাজতে অসস্তিতেই কাটল প্রথম রাত।

প্রেসিডেন্সির সংশোধনাগার (Presidency Correctional Home)এখন আর ঠিকানা নয়। নতুন জায়গার নাম নিজাম প্যালেসের এসএসও বিল্ডিং (SSO building)। সেখানকারই গেস্ট রুমে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায় এবং কল্যাণময় গঙ্গোপাধ্যায় রয়েছেন। দুজনের জন্য দুটি আলাদা গেস্টরুমের ব্যবস্থা করা হয়েছে। এসএসসি দুর্নীতি মামলায় ইডি গ্রেফতার করেছিল পার্থ চট্টোপাধ্যায়কে। তিনি বেশ কয়েকদিন কাটিয়েছেন ইডি (ED) হেফাজতে। তারপর ছিলেন প্রেসিডেন্সি সংশোধনাগারে। এর মাঝেই তদন্ত এগিয়ে নিয়ে যেতে সিবিআই পার্থ চট্টোপাধ্যায়কে নিজেদের হেফাজতে নিতে চেয়ে আবেদন জানায় আলিপুর আদালতে। শুক্রবার শুনানিতে সেই আবেদন মঞ্জুর করেন বিচারক। তাই আগামী ২১ তারিখ পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) থাকছেন নিজাম প্যালেসের (Nizam Palace) ঠিকানাতেই। তবে সূত্রের খবর প্রথম রাতে নাকি ভালো করে ঘুমোতে পারেননি তিনি। এমনিতেই স্লিপ অ্যাপনিয়ায় আক্রান্ত পার্থ। ফলে রাতে একাধিকবার ঘুম ভেঙে গিয়েছিল বলেই জানা যাচ্ছে। শারীরিক নানা সমস্যার কারণে তাঁকে একাধিক ওষুধ খেতে হয়। কিন্তু তাড়াহুড়োর মধ্যে সব ওষুধ আনা সম্ভব হয়নি বলে কিছুটা অনিয়ম হয়েছে দাবি করছেন পার্থ চট্টোপাধ্যায়। পাশাপাশি চিকিৎসার কারণে তাঁকে বিশেষ কিছু যন্ত্র ব্যবহার করতে হয় যেগুলো নিজাম প্যালেসে অমিল। ফলে প্রথম রাতটা সুখকর হলো না পার্থ চট্টোপাধ্যায়ের। থাকতে হবে আরও পাঁচটা দিন!

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version