শুভেন্দুর উস্কানিতে নবান্ন অভিযানে হিংসার ঘটনায় গ্রেফতার আরও ৩ বিজেপি আশ্রিত দুষ্কৃতী

বিজেপির নবান্ন অভিযানে কলকাতা পুলিশের ACP দেবজিৎ চট্টোপাধ্যায়কে মারধরের অভিযোগে গ্রেফতার আরও তিন। শুক্রবার রাতে উত্তর ২৪ পরগনার দত্তপুকুররে অভিযান চালিয়ে এই তিনজনকে পাকড়াও করে পুলিশ

গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনৈতিক কর্মসূচি নয়, গত মঙ্গলবার নবান্ন অভিযানের নামে কার্যত হিংসার বাতাবরণ তৈরি করেছিল বঙ্গ বিজেপি। গুন্ডা ভাড়া করে এই অশান্তি পাকানোর মূলচক্রী ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। তাঁর পাল্লায় পড়ে পেশাদার গুন্ডাদের সঙ্গ দিয়ে বিজেপির বেশকিছু সাধারণ কর্মী-সমর্থক আজ বিপদে।

বিজেপির নবান্ন অভিযানে কলকাতা পুলিশের ACP দেবজিৎ চট্টোপাধ্যায়কে মারধরের অভিযোগে গ্রেফতার আরও তিন। শুক্রবার রাতে উত্তর ২৪ পরগনার দত্তপুকুররে অভিযান চালিয়ে এই তিনজনকে পাকড়াও করে পুলিশ। জানা গিয়েছে, ধৃতদের নাম অসীম দেব, গণেশ বাউলি, শশাঙ্ক সরকার। আজ, শনিবার তাদের বারাসাত আদালতে তোলা হবে। এই তিনজনের রাজনৈতিক পরিচয় নিয়ে অবশ্য এখনও ধোঁয়াশা রয়েছে। দত্তপুকুর থেকে ধৃত এই তিনজন আদৌ বিজেপির সক্রিয় কর্মী নাকি টাকা নিয়ে হিংসা ছড়াতে সেদিন কলকাতায় এসেছিল এরা, সেটা এখনও নিশ্চিত নয়। সবমিলিয়ে এই ঘটনায় এখনও পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনার পর থেকেই পরিচয় গোপন করে পালিয়ে বেড়াচ্ছিল বিজেপি আশ্রিত এই দুষ্কৃতীরা। কিন্তু শেষরক্ষা হল না। নবান্ন অভিযানের মহাত্মা গান্ধী রোডে ACP বেধড়ক মার পুলিশের গাড়িতে আগুন, সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে সিসিটিভি ফুটেজ, বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রকাশিত ভিডিও থেকে ৩০ জন বিজেপি কর্মীকে শনাক্ত করে পুলিশ। একে একে তাদের গ্রেফতার করা হচ্ছে। সিসিটিভি ও বিভিন্ন ভিডিও ফুটেজ দেখে শনাক্তকরণ করে পুলিশ। শুভেন্দু লোক আনার জন্য যে যে স্থানীয় নেতাদের টাকা দিয়ে বরাদ দিয়েছিল, ধৃতরা সকলেই সেই নেতাদের সঙ্গে নবান্ন অভিযানে এসেছিল বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন:Weather Update: উত্তরে বৃষ্টি দক্ষিণে অস্বস্তি, রবিবার ফের ঘূর্ণাবর্তের পূর্বাভাস