Thursday, August 21, 2025

শুভেন্দু “সমকামী” পোস্টারে ছয়লাপ কাঁথি, আসানসোলে ভাইরাল “ডোন্ট টাচ মাই বডি” টি-শার্ট

Date:

বিশ্বকর্মা পুজোর সকাল থেকেই ফের খাস্তা হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি আসলে বিরোধী “দলনেতা” নাকি “দলনেত্রী”, নাকি আবার “নেতা-নেত্রী”র মাঝামাঝি কিছু একটা, তা নিয়েই দিনভর খোরাক হলেন শুভেন্দু! এবার তাঁর নিজের জেলার নিজের শহরেই ব্যঙ্গ-বিদ্রুপের পোস্টার পড়ল শুভেন্দুর নামে। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরের বিভিন্ন এলাকায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ছবি দিয়ে সমকামী পোস্টারে ছয়লাপ৷ যা নিয়ে সেখানে হইচই পড়ে গিয়েছে। মুচকি হাসছেন বিজেপির স্থানীয় নেতা-কর্মীরাও। খুব স্বাভাবিকভাবেই এই পোস্টারের খবর ছড়িয়ে পড়তে বিড়ম্বনায় পড়েছেন লোডশেডিংয়ে জেতা নন্দীগ্রামের বিধায়ক। অস্বস্তিতে পড়েছে তাঁর দল বিজেপিও। পাড়ায় পাড়ায় চায়ের দোকানে অকৃতদার শুভেন্দুর “লিঙ্গ” নিয়ে ফিসফাস শুরু হয়েছে।

কাঁথি শহরের মহকুমা শাসকের দফতর সংলগ্ন এলাকা থেকে শুরু করে কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যাণ্ড, কাঁথি খড়গপুর বাইপাস, কাঁথি মেছেদা বাইপাস–সহ বিস্তীর্ণ এলাকায় এই পোস্টারে ছয়লাপ। এমনকী, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাড়ি “শান্তিকুঞ্জ”–এর চারপাশে ছেয়ে গিয়েছে এই পোস্টার। যা নিয়ে মুখ লুকোতে হচ্ছে শুভেন্দুর পরিবারের লোকেদেরও।

কাঁথিতে শুভেন্দুকে নিয়ে সেই বিতর্কিত পোস্টারগুলিতে
ঠিক কী লেখা ছিল?‌ পোস্টারে শুভেন্দু অধিকারীর ছবি রয়েছে। সেখানে লেখা “সমকামী, আমি উভয়লিঙ্গ, শুধু চাই পুংলিঙ্গ!” যা খোরাক হয়েছে দিনভর। তবে কে বা কারা এই পোস্টার সাঁটিয়েছে তা এখনও স্পষ্ট নয়৷ আবার বেশ কয়েকটি পোস্টারে লেখা হয়েছে, “বাংলার সবচেয়ে বড় চোর”!

এ তো গেল কাঁথির গল্প। এবার আসা যাক আসানসোলে। যেখানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এবার কটাক্ষ টি-শার্টে! ঠিক যেমনটি হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ক্ষেত্রে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অমিত শাহকে “পাপ্পু” কটাক্ষ করার পরই রাজ্যজুড়ে তৃণমূলের নেতা-কর্মীরা “পাপ্পু টি-শার্ট” পড়া শুরু করে। ঠিক একইভাবে তৃণমূল এবার কর্মীদের টি-শার্টে লেখা বিজেপির নবান্ন অভিযানের দিন শুভেন্দুর সেই সংলাপ “ডোন্ট টাচ মাই বডি…”। যদিও তৃণমূল নেতাদের বক্তব্য, পুজোর সময় যাতে করোনার তৃতীয় ঢেউ আছড়ে না পড়ে, সে কারণেই এই বিধিবদ্ধ সতর্কতা। রাস্তায়, বাজারে বা মণ্ডপে ভিড় থেকে মানুষকে দূরে থাকার পরামর্শ। কেউ কারও সঙ্গে যাতে শারীরিকভাবে স্পর্শে না আসে, তার জন্যই এই উদ্যোগ।

আরও পড়ুন- ভারতের মধ্যে সবচেয়ে বেশি বিশ্বকর্মা পুজো হচ্ছে বাংলায়: দিলীপকে ধুয়ে দিলেন কুণাল


 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version