Tuesday, November 11, 2025

লিফটের দরজায় আটকে মর্মান্তিক পরিণতি বছর ২৬-র স্কুল শিক্ষিকার

Date:

লিফটের (Lift) ভিতরে সবেমাত্র একটি পা রেখেছেন। তখনও বাইরে পুরো শরীর। সেই অবস্থাতেই চলতে শুরু করল লিফট। শুনতে অবাক লাগলেও এমন ঘটনাই ঘটল মহারাষ্ট্রের পশ্চিম মালাডে (West Malad)। দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে মারা গেলেন ২৬ বছরের এক স্কুল শিক্ষিকা (School Teacher)। গুরুতর আহত (Critically Injured) অবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যে অস্বাভাবিক মৃত্যুর মামলা (Unnatural Death) রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ (police)। লিফটে কোনও যান্ত্রিক গোলযোগ (Technical Problem) ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

মহারাষ্ট্রের পশ্চিম মালাডের সেন্ট ম্যারি (St Mary’s School) নামে একটি বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুলের (English Medium School) ঘটনা। সেই স্কুলেই পড়াতেন ২৬ বছর বয়সী গিনেল ফার্নান্ডেজ (Ginel Fernandez) নামের ওই সহকারী শিক্ষিকা (Assistant Teacher)। পুলিশ সূত্রে খবর, শুক্রবার দুপুরে সাত তলা থেকে দু’তলায় নামার জন্য তিনি লিফটে উঠতে গেলেই দুর্ঘটনা ঘটে। তাঁর একটি পা লিফটে ঢোকানোর পরই সেটি চলতে শুরু করে।

একটি পা লিফটে ঢুকলেও তাঁর পুরো শরীরটাই বাইরে ছিল। এমন অবস্থাতেই নীচের দিকে নামতে শুরু করে লিফট। এরপর দেয়াল ও লিফটের মধ্যে আটকে যান গিনেল। প্রাণে বাঁচতে শুরু করেন চিৎকার। শিক্ষিকার গলার আওয়াজ শুনে ছুটে আসেন স্কুলের নিরাপত্তারক্ষী এবং শিক্ষার্থীরা। তাঁরাই গুরুতর আহত শিক্ষিকাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। কিন্তু হাসপাতালে ভর্তি করার পরই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। স্কুলের অন্যান্য শিক্ষক ও কর্মীদের জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। কি করে এমন চরম দুর্ঘটনা ঘটল তা জানার চেষ্টা চলছে।

Related articles

ভারতের উপর শুল্ক কমাবেন ট্রাম্প! ঊর্ধ্বমুখী শেয়ারবাজারে সূচক

ভারতের উপর শুল্কহার কমানোর পক্ষে মার্কিন প্রেসিডেন্ট (America President) ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। মঙ্গলবার হোয়াইট হাউস (White House)...

এবার কুমারগঞ্জে আত্মঘাতী বৃদ্ধ! SIR আতঙ্কে মৃত্যুর অভিযোগ

এসআইআর আতঙ্ক পিছু ছাড়ছে না বাংলার মানুষের। তালিকায় নাম না থাকা বা নাম-ঠিকানার ভুলে দেশছাড়া হওয়ার আতঙ্কে জেরবার...

এবার শক্তিশালী বিস্ফোরণে কেঁপে উঠল ইসলামাবাদের আদালত চত্বর! মৃত ৯, আহত বহু

সোমবার সন্ধেয় দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের একনম্বর গেটের সামনের সিগনালে শক্তিশালী বিস্ফোরণের রেশের মধ্যেই সিলিন্ডার বিস্ফোরণে (Cylinder...

অন্য পেশা দেখুন মোদি, শাহ পদত্যাগ করুন: স্যোশাল মিডিয়ায় তীব্র আক্রমণ মহুয়ার

দিল্লির বিস্ফোরণ, ৯জনের মৃত্যু। আর পরদিন সকালেই ভুটান সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। আর তা নিয়ে...
Exit mobile version