Monday, August 25, 2025

কিছুতেই মিলছে না রেহাই। পুজোর মুখে স্বাস্থ্যকর্তাদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ডেঙ্গি (Dengue)। যত দিন যাচ্ছে ততই বাড়ছে আক্রান্তের সংখ্যা। এবার ডেঙ্গি মোকাবিলায় একগুচ্ছ পদক্ষেপ করল রাজ্য সরকার (Government of West Bengal)। আগামী নভেম্বর পর্যন্ত থাকবে ডেঙ্গির এই নতুন স্ট্রেনের দাপট, আশঙ্কা প্রকাশ করল স্বাস্থ্য ভবন। শনিবারই রাজ্যের বেসরকারি হাসপাতালগুলির কর্তাদের নিয়ে স্বাস্থ্যভবন থেকে ভার্চুয়াল বৈঠক (Virtual Meeting) করা হয়।

প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছেন মহিলা, মোবাইল চার্জার কাজে লাগিয়ে নবজাতকের জন্ম দিলেন বাবা

বিশেষজ্ঞরা বলছেন গত ২ বছর ধরে করোনা দাপট দেখিয়েছে, কিন্তু এবারের পুজোয় চিন্তার কারণ ডেঙ্গি। শুক্রবার ৫৬৬ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন বলে স্বাস্থ্য দফতর (Health Department) সূত্রে খবর। এই নিয়ে রাজ্যে মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই ১২ হাজার ছাড়িয়ে গেছে। এর মধ্যেই বেসরকারি হাসপাতালগুলোকে এক গুচ্ছ নির্দেশিকা দিয়েছে স্বাস্থ্য ভবন। যেখানে বলা হয়েছে ডেঙ্গি বা ম্যালেরিয়ার উপসর্গ নিয়ে যে রোগীই হাসপাতালে আসবেন, এলাইজা পদ্ধতিতে তাঁর NS-1 টেস্ট করান বাধ্যতামূলক।সেক্ষেত্রে যদি কারোর ডেঙ্গি রিপোর্ট পজিটিভ আসে তাহলে স্বাস্থ্য দফতরের নিয়ম মেনে আক্রান্তের চিকিত্‍সা করতে হবে । বেসরকারি হাসপাতালগুলিকে (Private Hospital) ডেঙ্গি আক্রান্তদের জন্য বেড সংখ্যা বাড়াতে হবে। ডেঙ্গি-ম্যালেরিয়া পরীক্ষার জন্য সব বেসরকারি হাসপাতালকেই ন্যায্য টাকা নিতে হবে। কোনও অভিযোগ উঠলে সরকার সেই ব্যাপারে হস্তক্ষেপ করবে। পাশাপাশি অতিরিক্ত বিল যাতে না নেওয়া হয় সেই দিকেও বিশেষ নজর দেওয়ার কথা বলা হয়েছে, এমনটাই স্বাস্থ্য ভবন সূত্রে খবর।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version