Thursday, August 28, 2025

হাই মাদ্রাসার নির্বাচনকে কেন্দ্র করে রণক্ষেত্র মালদা, পরিস্থিতি সামলাতে হিমশিম পুলিশ

Date:

হাই মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচনকে (High Madrasa Management Committee Election) কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি মালদার (Malda) চাঁচল ও রতুয়ায়। রবিবার প্রথমে মালদার চাঁচলে নয়া তুলি মহানন্দাপুর হাই মাদ্রাসায় পরিচালন সমিতির নির্বাচন ঘিরে উত্তেজনার খবর প্রকাশ্যে আসে। পরে রতুয়া ১ নম্বর ব্লকের চাঁদমণি-২ গ্রাম পঞ্চায়েত এলাকার বাটনা হাই মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচনকে কেন্দ্র করেও পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। নির্বাচনে হার নিশ্চিত (Certain Defeat) জেনেই অশান্তি পাকানোর চেষ্টা করছে কংগ্রেস (Congress) ও সিপিএম (CPIM) এমনটাই অভিযোগ স্থানীয় তৃণমূল নেতৃত্বের। এদিন বুথের ১০০ মিটারের মধ্যেই জমায়েতের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ওঠে ছাপ্পা ভোটের অভিযোগও।

এরপর পুলিশ বুথের সামনে থেকে কংগ্রেস ও সিপিএম কর্মী সমর্থকদের সরিয়ে দেতে গেলেই বাধে বিপত্তি। পুলিশের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি। এরপরই রণক্ষেত্রের চেহারা নেয় মালদার দুই নির্বাচন কেন্দ্র। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে নামানো হয় র্যা ফ (RAF)।

তবে বিরোধীরা কেন্দ্রের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করলেও নিজেদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে মালদা জেলার তৃণমূল (Malda TMC) শীর্ষ নেতৃত্ব। মালদা জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুল রহিম বক্সী (Abdul Rahim Bakshi) জানান, আমরা সুষ্ঠ নির্বাচন (Fair Election) চাই। কংগ্রেস ও সিপিএম-র আনা সমস্ত অভিযোগই মিথ্যা (False) ও ভিত্তিহীন (Baseless)। ওদের হার নিশ্চিত জেনেই এমন অশান্তি করছে।

অন্যদিকে, রবিবার রতুয়া-১ ব্লকের চাঁদমনি-২ গ্রাম পঞ্চায়েত এলাকার বাটনা হাই মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচনকে ঘিরে উত্তেজনা ছড়ায়। পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয় বিরোধীদের। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে নামানো হয় র্যাফ।

Related articles

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...

দু’দিনেই তিন হাজার আবেদন! পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে বিপুল সাড়া

রাজ্যে ফিরেছেন কর্মসংস্থানহীন বহু শ্রমিক। তাঁদের আর্থিক সুরাহার লক্ষ্যে নবান্নের উদ্যোগে চালু হয়েছে ‘শ্রমশ্রী’ অ্যাপ। আর যাত্রা শুরুর...

ওয়াক ফর প্যারালিম্পিকসে হাঁটলেন একাধিক বিশেষ ক্ষমতা সম্পন্ন অ্যাথলিটরা

প্রতিবছরের মতো এই বছরও হয়ে গেল সিভিলিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে walk for paralympics পদযাত্রা। এই পদযত্রা শুরু হয়েছিল...
Exit mobile version