Wednesday, November 12, 2025

Karnataka: লোকায়ুক্ত পুলিশ দুর্নীতির মামলায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের

Date:

বেঙ্গালুরুর বিদারহল্লির কোনদাসাপুরায় বিডিএ অ্যাপার্টমেন্ট নির্মাণের জন্য দরপত্র সংক্রান্ত টেন্ডার পাইয়ে দেওয়ার বিনিময়ে ঘুষ নেওয়ার অভিযোগে এবার আঙুল বিজেপির (BJP)দিকে। দুর্নীতির অভিযোগে এবার মামলা দায়ের হল কর্ণাটকের (Karnataka) প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিজেপি সংসদীয় বোর্ডের সদস্য বি এস ইয়েদুরাপ্পা (B S Yeddyurappa)এবং তাঁর পরিবারের বিরুদ্ধে। সামাজিক কর্মী টি জে আব্রাহামের (TJ Abraham) অভিযোগের ভিত্তিতে দুর্নীতি প্রতিরোধ আইন এবং ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারার অধীনে এফআইআর (FIR)নথিভুক্ত করা হয়েছিল। বিশেষ আদালতের নির্দেশে লোকায়ুক্ত পুলিশ ১৬ সেপ্টেম্বর মামলাটি নথিভুক্ত করেছিল।

অভিযুক্তদের তালিকায় আছে ইয়েদুরাপ্পার ছেলে বি ওয়াই বিজয়েন্দ্র, যিনি বিজেপির রাজ্য সহ-সভাপতি, নাতি শশীধর মারাডি, জামাতা সঞ্জয় শ্রী, ব্যবসায়ী চন্দ্রকান্ত রামালিঙ্গম, বিধায়ক ও প্রাক্তন বিডিএ সভাপতি এসটি সোমাশঙ্কর, আইএএস জিসি প্রকাশ, কে রবি এবং বিরুপাক্ষপ্পার নাম। পুলিশ সূত্রে জানা যায়, বি এস ইয়েদুরাপ্পা ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকাকালীন একজন নির্মাতার কাছ থেকে ঘুষ নিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। যদিও এই অভিযোগটি ৮ জুলাই -এ ট্রায়াল কোর্টে বাতিল করা হয়। অভিযোগকারী টিজে আব্রাহাম রাজ্যপালের কাছ থেকে অনুমোদন না পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর ট্রায়াল কোর্টের আদেশের বিরুদ্ধে কর্ণাটক হাইকোর্টে আবেদন জানান আব্রাহাম। মামলার শুনানির সময় হাইকোর্ট জানিয়ে দেয় যেহেতু, অভিযোগকারী রাজ্যপালের অনুমোদন নেওয়ার যোগ্য কর্তৃপক্ষ নন। তাই অনুমতি নেওয়ার দায় তাঁর উপর বর্তায় না। অগত্যা মামলাটি চালিয়ে যাবার অনুমতি দেয় হাইকোর্ট। আদালতের নির্দেশ আসার পর ইয়েদুরাপ্পা অভিযোগের কথা অস্বীকার করে জানান তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে।

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version