Monday, August 25, 2025

রাহুলকেই দলের পরবর্তী সভাপতি করা হোক, রাজস্থান-পণ্ডিচেরিতে প্রস্তাব পাশ

Date:

সভাপতি নির্বাচনের (President Election) দিনক্ষণ যত এগিয়ে আসছে, ততই জটিলতা বাড়ছে কংগ্রেসের (Congress) অন্দরে। আগামী ১৭ অক্টোবরই জাতীয় কংগ্রেসের (AICC) সভাপতি নির্বাচন হওয়ার কথা। আগামী ১৯ অক্টোবর সেই নির্বাচনের ফলাফল ঘোষণা হবে তারপরই দলের সভাপতির নাম ঘোষণা করা হবে। তবে নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই গান্ধী পরিবার সাফ জানিয়ে দেয় তাঁরা সভাপতি নির্বাচনে অংশ নেবে না। রাহুল গান্ধীও (Rahul Gandhi) আর নতুন করে সভাপতি হতে চান না বলেই দলের শীর্ষ নেতাদের জানিয়ে দিয়েছেন। কিন্তু একাধিক কংগ্রেস নেতাই রাহুলকে সভাপতি হিসাবে দেখতে চান। তাঁদের মধ্যে প্রথম সারিতে রয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের (Rajasthan Chief Minister Ashok Gehlot) নাম। ইতিমধ্যে গেহলট রাজ্য কংগ্রেসে একটি প্রস্তাব পাশ (Proposal Pass) করেছেন বলে খবর। সেখানেই জানানো হয় রাহুল গান্ধীকেই কংগ্রেসের পরবর্তী সভাপতি হিসাবে নির্বাচিত করা হোক।

রাজস্থানের মন্ত্রী প্রতাপ সিং খাচারিয়াওয়াস (Pratap Singh Khachariyawas) সম্প্রতি সাংবাদিক সম্মেলন করে জানান, প্রতিটি রাজ্যের প্রদেশ কংগ্রেস কমিটিগুলিতে (PCC) একটি করে সভা অনুষ্ঠিত হচ্ছে। আর সেখানেই একটি করে প্রস্তাবও পাশ হচ্ছে। প্রস্তাবে আরও জানানো হয়েছে, জাতীয় সভাপতি রাজ্যের সভাপতি নির্বাচনে যা সিদ্ধান্ত নেবেন, তা সবাই মেনে চলবে। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট এই প্রস্তাব ছাড়াও আরও একটি প্রস্তাব পাশ করিয়েছেন। যে প্রস্তাবে বলা হয়েছে, রাহুল গান্ধীকেই কংগ্রেসের পরবর্তী সভাপতি নির্বাচন করা উচিত।

তবে শুধু রাজস্থানই নয়, পণ্ডিচেরি প্রদেশ কংগ্রেসও (Pondicherry Prasesh Congress) একটি প্রস্তাব পাশ করিয়ে রাহুলকেই দলের পরবর্তী সভাপতি করার দাবি জানিয়েছে। পাশাপাশি হিমাচল প্রদেশ কংগ্রেস (Himachal Pradesh Congress) ইউনিটেও আগামীকাল একটি বৈঠকের সম্ভাবনা রয়েছে। সেখানেও সোনিয়া পুত্রকে সভাপতি করার পক্ষেই সওয়াল করা হবে। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে দলের ভরাডুবির পর কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা (Resign) দেন রাহুল গান্ধী। এরপরই পদ সামলানোর দায়িত্বভার হাতে তুলে নেন সোনিয়া (Sonia Gandhi)। বর্তমানে তিনিই দলের অন্তর্বর্তীকালীন সভানেত্রী হিসাবে দায়িত্ব সামলাচ্ছেন। তবে শারীরিক অসুস্থতার কারণে তিনিও দায়িত্ব নিতে অস্বীকার করেছেন।

আরও পড়ুন- Karnataka: লোকায়ুক্ত পুলিশ দুর্নীতির মামলায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের


 

Related articles

CBI এখন গ্যালারি শো! তীব্র কটাক্ষ করে খেজুরির জোড়া রহস্যমৃত্যুর তদন্তভার CID-কে দিলেন বিচারপতি

ফের আদালতে প্রশ্নের মুখে CBI-এর ভূমিকা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা "এখন গ্যালারি শো" বলে তীব্র কটাক্ষ করেন বিচারপতি। খেজুরিতে...

আইলিগ নিয়েও ধোঁয়াশা, বিরক্ত ডায়মন্ডহারবার কোচ কিবু

আইএসএল(Indian Super League) কবে শুরু হবে তা নিয়ে এখনও পর্যন্ত কোনও নিশ্চয়তা নেই। আদালতের তরফে ফেডাশেরন(AIFF) এবং এফএসডিএলকে(FSDL)...

কালা কানুনের বিরাট সওয়াল শাহর, জীবনে কার্যকর হবে না, কটাক্ষ কুণালের

দেশের রাজনৈতিক ব্যবস্থায় না কি বিরাট পরিবর্তন আনছেন মোদি। রাজ্যের মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীও জেলে গেলে পদ খোয়াবেন। আবার...

1+1=3: সুখবর শোনালেন পরিণীতি-রাঘব

বিয়ের পর থেকেই পরিণীতির (Pariniti Chopra) প্রেগনেন্সি নিয়ে নানা গুজব ছড়ায়। কখনও নায়িকার পোশাক বা কখনও স্বামী রাজনীতিবিদ...
Exit mobile version