বিজেপির নবান্ন অভিযানে গিয়ে আক্রান্ত আহত অ্যাসিস্ট্যান্ট কমিশনার দেবজিৎ চট্টোপাধ্যায়কে (Debjit Chatterjee) SSKM হাসপাতালে গিয়ে দেখে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। তাঁর শারীরিক পরিস্থিতির খোঁজ খবর নেওয়ার পাশাপাশি তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন মুখ্যমন্ত্রী। জীবনের ঝুঁকি নিয়ে রুখে দাঁড়ানোর জন্য তাঁকে সাধুবাদ জানান।
১৩ সেপ্টেম্বর বিজেপির (BJP) নবান্ন (Nabanna) অভিযানের দিন মধ্য কলকাতার মহাত্মা গান্ধী রোডে ডিউটি ছিল দেবজিতের। অভিযোগ, বিজেপি কর্মী-সমর্থকরা তাঁকে তাড়া করেন। রাস্তায় ফেলে বাঁশ ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয় উচ্চপদস্থ ওই পুলিশ আধিকারিককে। লাথি মারা হয় বলেও অভিযোগ। তিনি হাতে চোট পান। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তারপর থেকে তাঁর চিকিৎসা চলছে এসএসকেএম-এ। এর আগে তাঁকে দেখতে গিয়েছিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। গিয়েছিলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল (Binit Goyel)। এদিন, তাঁকে দেখতে এসএসকেএম হাসপাতালে উপস্থিত হন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী। এদিন বিধানসভার অধিবেশন থেকে বেরিয়ে সোজা এসএসকেএম-এ যান মুখ্যমন্ত্রী। বেশ কিছুক্ষণ সেখানে ছিলেন তিনি। দেবজিৎ চট্টোপাধ্যায়ের পাশাপাশি চিকিৎসকদের সঙ্গেও তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ে খোঁজ নেন মমতা।
আরও পড়ুন- বিচারাধীন বিষয় নিয়ে সংবাদমাধ্যমে সাক্ষাৎকার: ফের বিতর্কে বিচারপতি গঙ্গোপাধ্যায়