Friday, November 14, 2025

শুভেন্দুর কুরুচিকর মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের: বাংলার সংস্কৃতি বিরুদ্ধ, ব্যক্তি আক্রমণ বন্ধের ডাক

Date:

তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) মন্তব্য নিয়ে পাল্টা অভিযোগ করেছেন বিরোধী দলনেতা৷ সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেই বিষয়ে পাল্টা জবাব দিলেন তৃণমূলের মন্ত্রী শশী পাঁজা ও তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ ৷ তাঁদের বক্তব্য, রাজনৈতিক লড়াইয়ে পেরে উঠছে না বলেই অভিষেকের বিরুদ্ধে কুরুচিকর আক্রমণ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷
সাংবাদিক বৈঠকের শুরুতেই একটি ভিডিও দেখানো হয় তৃণমূলের তরফে ৷ সেই ভিডিওতে শুভেন্দু অধিকারীকে দেখা যাচ্ছে অভিষেকের পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন তুলতে ৷এদিন সেই নিয়েই জবাব দিতে গিয়ে শশী পাঁজা প্রথমেই জানান যে তিনি মন্ত্রী বা তৃণমূলের নেত্রী নয়, একজন মা হিসেবে সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়েছেন ৷ তাঁর বক্তব্য, অভিষেককে আক্রমণ করতে গিয়ে দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন শুভেন্দু ৷ তিনি মানসিকভাবে বিপর্যস্ত ও মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েছেন ৷ এই আক্রমণকে নারীশক্তির অপমান বলেও দাবি করেছেন তিনি ৷শশী পাঁজা আরও দাবি করেন, এটা পশ্চিমবঙ্গের সংস্কৃতি নয় ৷ এটা বিজেপির (BJP) ভাবনা ৷ তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) বিরুদ্ধেও আক্রমণ করেছেন ৷
তাঁর কটাক্ষ, প্রধানমন্ত্রী সকালে নারীশক্তির কথা বলেন ৷ সন্ধ্যায় ধর্ষকদের ছেড়ে দেন ৷অন্যদিকে কুণাল ঘোষ এই নিয়ে আক্রমণ করেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ৷ তাঁর কথায়, অভিষেককে যে ভয় পাচ্ছে নরেন্দ্র মোদি ও বিজেপির নেতারা, তা স্পষ্ট ৷ কুণালের আরও দাবি, অভিষেক বড় নেতা ৷ নিজেকে তৈরি করছেন ৷ বয়সে তো সে অনেক ছোট ৷ রাজনৈতিক ভাবে মোকাবিলা করতে না পেরে, পিতৃপরিচয় তুলে আক্রমণ ৷
একই সঙ্গে তাঁর বক্তব্য, অভিষেকের দোষ, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ভাইপো ৷ ডাক্তারের ছেলে ডাক্তার হলে কি দোষের ! অভিষেককে তো ১৫ বছরের ছোট ৷ এখনই ভয় পাচ্ছে ৷ ১৫ বছর পর কী করবে ?
এই নিয়ে সরাসরি তিনি প্রশ্ন করেছেন বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ও হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে (Locket Chatterjee) ৷ কুণালের প্রশ্ন, দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায় কি বিরোধী দলনেতার বক্তব্যকে সমর্থন করেন ? তাঁর আরও দাবি, এটা রাজনীতির দেউলিয়া অবস্থা ৷পাশাপাশি তাঁর চ্যালেঞ্জ, তাঁদের কাছে ব্যক্তিগত আক্রমণ করার মতো অনেক তথ্য আছে ৷ কিন্তু সেগুলি নিয়ে তাঁরা কথা বলতে চান না ৷ তৃণমূলের সৌজন্যকে দুর্বলতা বলে ভাবা উচিত নয় ৷

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version