Saturday, November 15, 2025

নির্দিষ্ট সময়ের আগেই অস্ট্রেলিয়া উদ্দেশে রওনা দেবে টিম ইন্ডিয়া, বাড়তি একটি প্রস্তুতি ম্যাচের আয়োজনে বিসিসিআই : সূত্র

Date:

অক্টোবরে অস্ট্রেলিয়ায় (Australia) বসতে চলেছে টি-২০ বিশ্বকাপের ( T-20 World Cup) আসর। তার আগে প্রস্তুতি অংশগ্রহণকারী বিভিন্ন দেশ। পিছিয়ে নেই ভারত (India)। যার প্রস্তুতি হিসাবে আজ থেকেই মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম‍্যাচের টি-২০ সিরিজের প্রথম ম‍্যাচে নামছে রোহিত শর্মা-বিরাট কোহলিরা। তিন ম‍্যাচের এই সিরিজের পর, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও তিন ম্যাচের একদিনের এবং টি-২০ সিরিজ রয়েছে ভারতের। ফলে আসন্ন টি-২০ বিশ্বকাপের আগে নিজেদের ভালোমত প্রস্তুত করতে মরিয়া ভারতীয় দল। তবে অস্ট্রেলিয়ার পরিবেশ ও পিচের সঙ্গে মানিয়ে নিতে নির্দিষ্ট সময়ের আগে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দেবে টিম ইন্ডিয়া। সূত্রের খবর, ৫ অক্টোবর ভারতীয় দল অস্ট্রেলিয়া রওনা হবে।

৪ অক্টোবর ইন্দোরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের তৃতীয় টি-২০ আন্তর্জাতিক ম্যাচ খেলবে ভারত। আর তার পরের দিন অর্থাৎ ৫ অক্টোবর ভারতের পুরো টি-২০ স্কোয়াড, নেট বোলার ও স্ট্যান্ডবাইরা উড়ে যাবেন অস্ট্রেলিয়ার উদ্দেশে। এমনিতেই অস্ট্রেলিয়ায় বিশ্বকাপের আগে আইসিসি ভারতের জন্য দুটি প্রস্তুতি ম্যাচের আয়োজন করবে, আগামী ১৭ অক্টোবর নিউজিল্যান্ড ও ১৮ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। এছাড়া জানা যাচ্ছে, কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে কথা বলে বোর্ড বাড়তি একটি প্রস্তুতি ম্যাচের ব্যবস্থা করতে চলেছে। বিসিসিআই অন্ততপক্ষে তিনটি ওয়ার্ম আপ ম্যাচ আয়োজন করতে চাইছে অস্ট্রেলিয়ায়।

এই নিয়ে এক বিসিসিআই আধিকারিক বলেছেন, “আমরা কিছু দলের সঙ্গে কথা বলছি আমাদের সঙ্গে ম্যাচ খেলার জন্য। রাহুল দ্রাবিড় ও ওনার সাপোর্ট স্টাফ সহ গোটা টি-২০ বিশ্বকাপের দল আগামী ৫ অক্টোবর উড়ে যাবে অস্ট্রেলিয়ায়। ”

আরও পড়ুন:মোহালিতে আজ শুরু ভারত-অস্ট্রেলিয়া মহারণ, অজিদের বিরুদ্ধে টি-২০ সিরিজে প্রথম ম‍্যাচে নামছে রোহিতরা

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version