Sunday, November 16, 2025

পার্থর আমলে প্রাইমারিতে চাকরি পিছু সাড়ে ৭লক্ষ টাকা, ফাঁকা খাতা জমা দেওয়ার নির্দেশ

Date:

পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী থাকাকালীন শুধু এসএসসি নিয়োগ দুর্নীতি নয়, প্রাইমারি শিক্ষক নিয়োগেও ব্যাপক বেনিয়ম হয়েছে বলে আদালতে দেওয়া চার্জশিটে উল্লেখ করেছে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পেশ করা চার্জশিটে এমনই একের পর এক চাঞ্চল্যকর তথ্য লিপিবদ্ধ করা হয়েছে।

প্রার্থী পিছু সাড়ে ৭লক্ষ টাকা নিয়ে ঘুরপথে প্রাইমারি সহ-শিক্ষকের চাকরি দেওয়ার প্রমাণ পাওয়া গিয়েছে। টাকা দিয়ে নিয়োগ পেয়েছেন এমন ব্যক্তিদের বয়ান থেকেই চার্জশিটে বিষয়টির উল্লেখ করেছে ইডি। ঘুরপথে যাঁদের চাকরি দেওয়া হয়েছিল, OMR-এ কোনও প্রশ্নের যেন শুধুমাত্র সঠিক উত্তর নিশ্চিত হয়েই তা পূরণ করে। প্রয়োজনে ফাঁকা OMR জমা দিতে বলা হয়। প্রার্থীদের সঙ্গে এই গোটা বিষয়টি ডিল করতো চন্দন মণ্ডল ওরফে রঞ্জন। একাধিক সাক্ষীর বয়ান থেকে এই তথ্য পেয়েছেন তদন্তকারীরা।

অন্যদিকে, পার্থ চট্টোপাধ্যায়ের প্রয়াত স্ত্রীর নামাঙ্কিত পিংলার স্কুল নির্মাণের ক্ষেত্রেও ব্যাপক অনিয়মের খোঁজ পেয়েছে ইডি। পিংলার বিসিএম স্কুল নির্মাণের ক্ষেত্রে নগদ ১৪ থেকে ১৫ কোটি টাকা ব্যয় হয়েছে। এই স্কুল তৈরির টাকা নগদে দিতেন পার্থ চট্টোপাধ্যায়। নিজের জামাই কল্যাণ ভট্টাচার্যকে এই স্কুল তৈরির তদারকির কাজের নির্দেশ দিয়েছিলেন পার্থ। জামাইয়ের মামা কৃষ্ণ চন্দ্র অধিকারীকে জিজ্ঞাসাবাদ করে এমনই তথ্য পেয়েছে ইডি। এই স্কুল তৈরিতে যে বিপুল নগদ অর্থ ব্যয় হয়েছিল, তার উৎস জানতে ইডি তলব করে পার্থর জামাই কল্যাণ ভট্টাচার্যকে। যদিও কল্যাণ এখনও ইডির কাছে হাজিরা দেননি। তিনি বর্তমানে আমেরিকায় রয়েছেন।

 

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version