পুজোয় খুশির খবর রাজ্য সরকারি কর্মীদের, মাস শেষের আগেই হাতে বেতন

বাঙালির শ্রেষ্ঠ উৎসব বলে কথা, তাই পুজোর দিনগুলিতে হাতে লক্ষ্মী থাকা দরকার। ফলে সবদিক বিবেচনা করে এবার রাজ্য সরকারি কর্মীদের মাস শেষের আগেই অ্যাকাউন্টে ঢুকবে বেতনের প্রাপ্য টাকা

0
1

অক্টোবরের পয়লা থেকেই শুরু দুর্গাপুজো। ৩০ সেপ্টেম্বর পঞ্চমী থেকে ১০ অক্টোবর পর্যন্ত বন্ধ রাজ্য সরকারি দফতরগুলি বন্ধ থাকবে। সপ্তমী থেকে আবার ছুটি পড়ে যাবে ব্যাংকে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব বলে কথা, তাই পুজোর দিনগুলিতে হাতে লক্ষ্মী থাকা দরকার। ফলে সবদিক বিবেচনা করে এবার রাজ্য সরকারি কর্মীদের মাস শেষের আগেই অ্যাকাউন্টে ঢুকবে বেতনের প্রাপ্য টাকা। এই মর্মে রাজ্য সরকারের তরফে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে।

আরও পড়ুন:‘আলিপুর মিউজিয়ামকে ওয়ার্ল্ড হেরিটেজ করতে চাই’, উদ্বোধন করে বার্তা মুখ্যমন্ত্রীর

বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্য সরকারি কর্মচারীদের বেতন, অনুদান, সাম্মানিক, পারিশ্রমিক চলতি মাসের ২৮ এবং ২৯ তারিখের মধ্যে দিয়ে দেওয়া হবে। পরের মাস অর্থাৎ অক্টোবরে টাকা দেওয়া হবে ২১ অক্টোবর। রাজ্য সরকারি অবসরপ্রাপ্ত কর্মীরা পেনশন পাবেন ২৯ সেপ্টেম্বর। আবার নভেম্বরের শুরুতেই পেনশন ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। “জয় বাংলা”, ‘‘লক্ষ্মীর ভাণ্ডার’’ প্রকল্পের টাকাও ২৬ সেপ্টেম্বরের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে।

রাজ্য সরকারের এমন সিদ্ধান্তে খুশি সরকারি কর্মচারীরা। “লক্ষ্মীর ভাণ্ডার” প্রকল্পের আওতাভুক্ত রাজ্যের মহিলারা পুজোর আগে হাতে টাকা পাওয়ার খবরে তাঁরাও খুশি।