Monday, August 25, 2025

টাকার পাহাড়: ৫ রাজ্যের নির্বাচনে BJP-র তহবিলে ৯১৪ কোটি, আরও কি বাড়বে বিধায়ক কেনাবেচা?

Date:

ফুলে ফেঁপে উঠছে বিজেপির(BJP) তহবিল। চলতি বছরের গোড়ায় পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে(Assembly Election) ৬৩ দিনের ভোট প্রক্রিয়ার মধ্যে বিজেপির চাঁদা সংগ্রহের পরিমাণ ৯১৪ কোটি টাকার বেশি। পাশাপাশি ওই একই সময়ে কংগ্রেসের(Congress) সংগ্রহ ২৪০.১০ কোটি টাকা। বিজেপি এই বছর অনুষ্ঠিত পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনে (উত্তর প্রদেশ, পাঞ্জাব, গোয়া, মণিপুর এবং উত্তরাখণ্ড) ৩৪৪.২৭ কোটি টাকার বেশি খরচ করেছে। যেখানে পাঁচ বছর আগে এই রাজ্যগুলিতে অনুষ্ঠিত নির্বাচনে বিজেপি খরচ করেছিল ২১৮.২৬ কোটি টাকা। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে এই বিপুল পরিমাণ টাকা বিজেপিকে কারা দিচ্ছে? একইসঙ্গে আশঙ্কা তৈরি হয়েছে অর্থ বলে বিজেপি ঘোড়া কেনাবেচার অংক তবে কি আরো বৃদ্ধি পাবে দেশজুড়ে?

নির্বাচন কমিশনে জমা দেওয়া নির্বাচনী ব্যয়ের প্রতিবেদন বিশ্লেষণ করে সম্প্রতি প্রকাশ্যে এসেছে সমগ্র এই তথ্য। অন্যদিকে, পাঁচটি রাজ্যে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে কংগ্রেস খরচ করেছে ১৯৪.৮০ কোটি টাকা।তথ্য অনুসারে পাঁচটি রাজ্যের মধ্যে, বিজেপি উত্তরপ্রদেশে ৩৪৪ কোটি টাকার মধ্যে সর্বাধিক ২২১.৩২ কোটি টাকা খরচ করেছে, যেখানে দল সংখ্যাগরিষ্ঠতার সাথে ক্ষমতায় ফিরে এসেছে। ২০১৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে বিজেপি ১৭৫.১০ কোটি টাকা খরচ করেছিল। অর্থাৎ ২০২২ সালের নির্বাচনে দলের নির্বাচনী ব্যয় ২০১৭ সালের তুলনায় ২৬ শতাংশ বেশি ছিল। অন্য রাজ্যগুলির মধ্যে, বিজেপি পাঞ্জাবে ২০১৭-র তুলনায় ২০২২ সালে প্রায় পাঁচগুণ বেশি খরচ করেছে। ২০২২ সালে ৩৬.৭০ কোটি টাকা এবং ২০১৭ সালের বিধানসভা নির্বাচনে ৭.৪৩ কোটি টাকা খরচ করেছে।অবশ্য পাঁচগুণ বেশি খরচ হলেও পাঞ্জাব বিধানসভায় বিজেপির আসন তিন থেকে দুই হয়েছে। গোয়াতে, বিজেপি এই বছরের নির্বাচনে ১৯.০৭ কোটি টাকা খরচ করেছে, ২০১৭ সালে খরচ হয়েছিল ৪.৩৭ কোটি টাকা, অর্থাৎ চারগুণ বেশি। মণিপুর এবং উত্তরাখণ্ডের ২০২২ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির নির্বাচনী ব্যয় দাঁড়িয়েছে ২৩.৫২ কোটি টাকা (২০১৭ সালে ৭.৮৬ কোটি টাকা) এবং ৪৩.৬৭ কোটি টাকা (২০১৭ সালে ২৩.৪৮ কোটি টাকা)।

তথ্য বিশ্লেষণ অনুসারে কংগ্রেসও এই পাঁচটি রাজ্যে তার নির্বাচনী ব্যয় ৮০ শতাংশ বাড়িয়েছে। ২০২২ সালে ১৯৪.৮০ কোটি টাকা এবং ২০১৭ সালে ১০৮.১৪ কোটি টাকা খরচ করেছে কংগ্রেস। বিজেপি তার কেন্দ্রীয় কার্যালয় এবং উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, মনিপুর এবং গোয়া প্রদেশ সংগঠনের মাধ্যমে,৮ জানুয়ারি এই রাজ্যগুলিতে বিধানসভা নির্বাচনের ঘোষণার দিন থেকে ১২ মার্চ, ২০২২-এ ভোট শেষ হওয়া পর্যন্ত ৬৩ দিনে ৯১৪ কোটি টাকারও বেশি প্রাপ্তির কথা জানিয়েছে। এই সময়ের মধ্যে, কংগ্রেস ২৪০.১০ কোটি টাকা মোট প্রাপ্তি রিপোর্ট করেছে।

Related articles

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...
Exit mobile version