Friday, December 19, 2025

বিপাকে শুভেন্দুর ভাই সৌমেন্দু, টেন্ডার দুর্নীতির অভিযোগে জেলাশাসকের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের

Date:

Share post:

ফের বিপাকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু। অধিকারী পরিবারের ছোটছেলের বিরুদ্ধে এবার ২কোটির দুর্নীতির অভিযোগ উঠল। কলকাতা হাইকোর্টে আজ, বৃহস্পতিবার এই মামলার শুনানি ছিল। সেখানে কাঁথি প্রভাতকুমার কলেজে টেন্ডার দুর্নীতি মামলায় তদন্তভার দেওয়া হয়েছে পূর্ব মেদিনীপুরের জেলাশাসককে। তাঁকে রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। যদিও আপাতত সৌমেন্দুর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নেওয়া যাবে না বলেও জানিয়েছে আদালত। আগামী ৪ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে।

কলেজের নির্মাণ প্রকল্পের অডিট হয়েছে কিনা, ওই সময় কারা ছিলেন দায়িত্বে। এই সবকিছুর বিস্তারিত তথ্য রিপোর্টে উল্লেখ করতে হবে বলে নির্দেশ হাইকোর্টের।

প্রসঙ্গত, ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত কাঁথি প্রভাতকুমার কলেজের প্রেসিডেন্ট ছিলেন সৌমেন্দু অধিকারী। আবার ওই সময় তিনি কাঁথি পুরসভার চেয়ারম্যানও ছিলেন। সেই ক্ষমতার অপব্যবহার করে কোনওরকম টেন্ডার ও ওয়ার্ক অর্ডার ছাড়াই কলেজের বিল্ডিং নির্মাণ প্রকল্পে বেআইনি অনুমোদন দেওয়া হয়েছিল। এই অভিযোগের ভিত্তিতে এবং নিম্ন আদালতের নির্দেশে শুভেন্দুর ভাই সৌমেন্দুর বিরুদ্ধে এফআইআর হয়। তদন্ত শুরু করে পুলিশ।

এফআইআর খারিজের আর্জি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সৌমেন্দু। তাঁর বিরুদ্ধে আগামী ১১ নভেম্বর পর্যন্ত কোনও কড়া পদক্ষেপ করা যাবে না বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি। একইসঙ্গে জেলাশাসককে খতিয়ে দেখে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

spot_img

Related articles

এসআইআর প্রক্রিয়ায় নজির! প্রথমবার ভোটারকে শো-কজ কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ায় এই প্রথম কোনও ভোটারকে শো-কজ নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। অভিযোগ, এক...

উত্তরপাড়া থেকে বাগদা! ভোটার তালিকায় গরমিলের অভিযোগে বাড়ছে ক্ষোভ 

খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই একের পর এক অসঙ্গতির অভিযোগ সামনে আসছে। কোথাও জীবিত মানুষকে মৃত বলে...

নোটিশ পাঠানো শুরু! প্রবীণ-অসুস্থ ভোটারদের বাড়িতে শুনানির ভাবনা নির্বাচন দফতরের

ইতিমধ্যেই রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে শুনানির নোটিশ পাঠানোর প্রক্রিয়া। রাজ্যের মুখ্য নির্বাচন...

মানহানির অভিযোগে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ কুমার শানু

সংগীতজগতে দীর্ঘ চার দশকের সাফল্যের কাহিনি থাকলেও ব্যক্তিগত জীবনের বিতর্কে ফের শিরোনামে কিংবদন্তি গায়ক কুমার শানু। প্রাক্তন স্ত্রী...