Sunday, November 9, 2025

কংগ্রেস সভাপতি হবেন না গান্ধী পরিবারের কেউ, রাহুলের মনের কথা জানালেন গেহলট

Date:

গান্ধী পরিবারের কোনো সদস্য কংগ্রেস সভাপতি পদে আসবেন না। স্পষ্টভাবে শুক্রবারে কথা জানিয়ে দিলেন রাজস্থানের(Rajsthan) মুখ্যমন্ত্রী অশোক গেহলট(Ashok Gehlot)। একই সঙ্গে তিনি আরো জানিয়েছেন, রাহুল গান্ধীর(Rahul Gandhi) ইচ্ছেতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিজের প্রার্থী হওয়ার কথাও স্বীকার করে নিয়েছেন গেহলট।

এদিকে রাহুল গান্ধীকে কংগ্রেস সভাপতি পদে বসাতে শুরু থেকে তৎপর ছিল একাধিক রাজ্যের প্রদেশ কংগ্রেস। এই তালিকায় নাম ছিল খোদ গেহলটের রাজ্য রাজস্থানের। তবে রাহুলের মত পরিবর্তনের কথা স্পষ্ট করে গেহলট বলেন, “রাহুল গান্ধী চান, কংগ্রেসের সভাপতি পদে যেন গান্ধী পরিবারের কোনও সদস্য না থাকেন। এই পদের দায়িত্ব নিতে আমি তাঁকে অনেকবার বুঝিয়েছিলাম। কংগ্রেসের অধিকাংশ কর্মীই এটা চান। কিন্তু সেই কথা মানতে রাজি হননি রাহুল।” গেহলট আরও জানিয়েছেন, “রাহুলজি আমাকে বলেছেন, তিনি জানেন যে সকলে তাঁকেই কংগ্রেসের সভাপতি হিসাবে চায়। কিন্তু বিশেষ একটি কারণে তিনি চান না গান্ধী পরিবারের কোনও সদস্য কংগ্রেসের সভাপতি (Congress President) পদে থাকুন।”

এদিকে সভাপতি পদে সম্ভাব্যপ্রার্থী হিসেবে নিজের নামের কথা ইতিমধ্যে গেহলট স্বীকার করে নিয়েছেন। পাশাপাশি দ্বিতীয় নাম হিসেবে উঠে আসছে শশী থারুরের সম্ভাবনা। আগামী ২৪ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কংগ্রেসের সভাপতি পদে মনোনয়ন জমা দেওয়া যাবে। তবে শেষ পর্যন্ত কংগ্রেসের শীর্ষপদে কে বসবেন, তা জানা যাবে ১৯ অক্টোবর।

Related articles

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...

কংগ্রেসকেও সমর্থন করতে পারত RSS: অরাজনৈতিক সাজার চেষ্টা মোহন ভাগবতের!

একশো বছর উদযাপন ঘিরে রাতারাতি প্রচারের আলোয় অনেক বেশি করে আসছে আরএসএস। সেই সঙ্গে এবার প্রকাশ্যে হিন্দুত্ববাদী চিন্তাধারাকে...

সহপাঠীকে গুলি একাদশ শ্রেণির দুই ছাত্রের, ফ্ল্যাটে উদ্ধার অস্ত্রের সম্ভার

শনিবার রাতে গুরুগ্রামের সেক্টর ৪৮-এ এক অভিজাত আবাসনে ডিনারে ডেকে এনে সহপাঠীকে গুলি করার অভিযোগ উঠল একাদশ শ্রেণির...
Exit mobile version