Sunday, August 24, 2025

বারবার বিয়ে করলেও স্থায়ী হয়নি বিয়ে, রাগে ঘটককেই খু*ন করলেন যুবক

Date:

এক আধবার নয়। বিয়ে করেছিলেন চারবার। কিন্তু ভাগ্যের এমনই পরিহাস যে একে একে ঘর ছেড়েছেন চার স্ত্রী। আর সেই রাগ গিয়ে পড়ে ঘটকের উপর। স্ত্রীদের হারানোর ক্ষোভে ঘটককেই কুপিয়ে খু*ন করল যুবক। এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছে বাংলাদেশের (Bangladesh) টাঙ্গাইল জেলার ঘাটাইল এলাকায়। জানা গিয়েছে নিহত ঘটকের নাম আব্দুল জলিল (Abdul Jaleel) এবং অভিযুক্ত যুবকের নাম মহম্মদ আলমাস (Mohammed Almas)।

বছর ২৫-এর যুবক আলমাস স্থানীয় একটি করাত কলে কাজ করত বলে খবর। সম্প্রতি তিনি বিবাহবন্ধনে (Marriage) আবদ্ধ হয়েছিলেন বলেও খবর। তবে তিনি যতবারই বিয়ে করেছেন ততবারই চরম দুঃখ নেমে এসেছে জীবনে। চেষ্টা করেও সুখের মুখ দেখতে পারেন নি তিনি। একে একে তিন স্ত্রী তাঁকে আগেই ছেড়ে চলে গিয়েছেন। এরপর ২০১৯ সালে ফের বিবাহবন্ধনে আবদ্ধ হন আলমাস। চতুর্থ স্ত্রীর সঙ্গে বেশ ভালই চলছিল সবকিছু। বেশ সুখেই জীবনযাপন করছিলেন তাঁরা। কিন্তু আচমকাই তাল কাটে। ২০২১ সালে আলমাসের চতুর্থ স্ত্রীও বিবাহবিচ্ছেদ করে চলে যান। তাঁদের একটি সন্তানও রয়েছে। এরপরই আর মাথার ঠিক রাখতে পারেননি বাংলাদেশের যুবক। তাঁর সমস্ত রাগ গিয়ে পড়ে ঘটকের উপর। তারপরই চরম সিদ্ধান্ত নেন আলমাস।

মৃতের এক ভাগ্নে জানান, আমার মামা আব্দুল জলিল ঘটকালি করে ২০১৯ সালে আলমাসকে বিয়ে দেন। দম্পতির কন্যা সন্তানও আছে। কিন্তু ২০২১ সালে ছাড়াছাড়ি হয়ে যায় তাঁদের। এতেই আলমাস রেগে যায় মামার উপর। জানা গিয়েছে, শুক্রবার নামাজ শেষে ঘরে বসেছিলেন। আচমকাই আলমাস ঘরে ঢুকে বউ এনে দেয়ার কথা বললে শুরু হয় কথা কাটাকাটি। এক পর্যায়ে ঘরে থাকা ধারালো অস্ত্র দিয়ে ঘটকের মাথা ও গলায় কোপ দেয় যুবক। ঘটনাস্থলেই তাঁর মৃ*ত্যু হয়। ইতিমধ্যে ঘটকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Related articles

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...
Exit mobile version