Friday, November 14, 2025

মোদি জমানায় টাকার পতনের নয়া রেকর্ড! ডলারের দাম ছাড়িয়ে গেল ৮১ টাকা

Date:

মোদি জমানায় নয়া রেকর্ড গড়লো টাকার দাম। যদিও এ রেকর্ড গর্বের নয় লজ্জার। নিত্য প্রয়োজনীয় জিনিসের ভয়াবহ মূল্য বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে শুক্রবার ৮১ টাকা ছাড়িয়ে গেল এক ডলারের মূল্য। এদিন বাজার খোলার পরপরই মার্কিন ডলারের মূল্য গিয়ে দাঁড়ায় ৮১ টাকা ৯ পয়সা। অর্থাৎ বৃহস্পতিবার এর তুলনায় এদিন ২৫ পয়সা কমে গিয়েছে টাকার মূল্য। উল্লেখ্য, বৃহস্পতিবার বাজার বন্ধের সময়ে এক মার্কিন ডলারের নিরিখে টাকার মূল্য ছিল ৮০ টাকা ৮৬ পয়সা।

অবশ্য বৃহস্পতিবারই পরিস্থিতি যে পথে এগিয়েছিল তাতে অনুমান করা হচ্ছিল টাকার দাম আরো নিচে নামবে। ঐদিন ৭৯ টাকার আশেপাশে মার্কিন ডলারের দাম থাকলেও শেষ বেলায় তা চড়চড়িয়ে বাড়তে থাকে। পার হয়ে যায় ৮০ টাকা। শুক্রবার বাজার খোলার পর প্রত্যাশা মতই তা ৮১ টাকা পেরিয়ে গেল। যা দেশে ইতিহাসের সর্বকালীন রেকর্ড। স্বাভাবিকভাবেই টাকার দামের এমন ভয়াবহ পতনে ধাক্কা খেয়েছে দেশের শেয়ার বাজারও। বাজার খোলার পর এদিন সকালেই সেনসেক্স প্রায় ৭০০ পয়েন্ট নিচে নামে। একই রকম ভাবে ২০০ পয়েন্টের বেশি পড়ে গিয়েছে নিফটি।

অন্যদিকে, পাল্লা দিয়ে বেড়েছে মার্কিন ডলারের দাম। তীব্র বিরোধিতা সত্বেও সেদেশে ঋণের উপরে সুদের হার বাড়িয়ে চলেছে ফেডেরাল ব্যাংক। সব মিলিয়ে বিশ্ব বাজারে লাভবান হচ্ছে আমেরিকা। প্রতিবারের মতোই ভারতীয় টাকার দামের পতনের ফলে আঙুল উঠছে রিজার্ভ ব্যাঙ্কের দিকে। রেপো রেট বাড়ানোর ফলেও উন্নতি হচ্ছে না ভারতীয় টাকার বেহাল দশার। বিশেষজ্ঞদের মতে, আগামী কয়েকদিনে আরও কমে যাবে টাকার দাম।

Related articles

শিশু দিবসে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতা – অভিষেকের, নেহরুর জন্মদিন উপলক্ষেও শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর 

শিশুরাই আগামীর ভবিষ্যৎ, ১৪ নভেম্বর শিশু দিবসে (Childrens Day) শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা...

তেজস্বীর নয়া ইনিংস নাকি নীতীশের কামব্যাক, বিহারের রায় আজ

২৪৩ আসন বিশিষ্ট বিহার বিধানসভা (Bihar Assembly Election Result) কার দখলে থাকবে তা জানতে সকাল ৮টা থেকে শুরু...

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...
Exit mobile version