Wednesday, August 27, 2025

মোদি জমানায় টাকার পতনের নয়া রেকর্ড! ডলারের দাম ছাড়িয়ে গেল ৮১ টাকা

Date:

মোদি জমানায় নয়া রেকর্ড গড়লো টাকার দাম। যদিও এ রেকর্ড গর্বের নয় লজ্জার। নিত্য প্রয়োজনীয় জিনিসের ভয়াবহ মূল্য বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে শুক্রবার ৮১ টাকা ছাড়িয়ে গেল এক ডলারের মূল্য। এদিন বাজার খোলার পরপরই মার্কিন ডলারের মূল্য গিয়ে দাঁড়ায় ৮১ টাকা ৯ পয়সা। অর্থাৎ বৃহস্পতিবার এর তুলনায় এদিন ২৫ পয়সা কমে গিয়েছে টাকার মূল্য। উল্লেখ্য, বৃহস্পতিবার বাজার বন্ধের সময়ে এক মার্কিন ডলারের নিরিখে টাকার মূল্য ছিল ৮০ টাকা ৮৬ পয়সা।

অবশ্য বৃহস্পতিবারই পরিস্থিতি যে পথে এগিয়েছিল তাতে অনুমান করা হচ্ছিল টাকার দাম আরো নিচে নামবে। ঐদিন ৭৯ টাকার আশেপাশে মার্কিন ডলারের দাম থাকলেও শেষ বেলায় তা চড়চড়িয়ে বাড়তে থাকে। পার হয়ে যায় ৮০ টাকা। শুক্রবার বাজার খোলার পর প্রত্যাশা মতই তা ৮১ টাকা পেরিয়ে গেল। যা দেশে ইতিহাসের সর্বকালীন রেকর্ড। স্বাভাবিকভাবেই টাকার দামের এমন ভয়াবহ পতনে ধাক্কা খেয়েছে দেশের শেয়ার বাজারও। বাজার খোলার পর এদিন সকালেই সেনসেক্স প্রায় ৭০০ পয়েন্ট নিচে নামে। একই রকম ভাবে ২০০ পয়েন্টের বেশি পড়ে গিয়েছে নিফটি।

অন্যদিকে, পাল্লা দিয়ে বেড়েছে মার্কিন ডলারের দাম। তীব্র বিরোধিতা সত্বেও সেদেশে ঋণের উপরে সুদের হার বাড়িয়ে চলেছে ফেডেরাল ব্যাংক। সব মিলিয়ে বিশ্ব বাজারে লাভবান হচ্ছে আমেরিকা। প্রতিবারের মতোই ভারতীয় টাকার দামের পতনের ফলে আঙুল উঠছে রিজার্ভ ব্যাঙ্কের দিকে। রেপো রেট বাড়ানোর ফলেও উন্নতি হচ্ছে না ভারতীয় টাকার বেহাল দশার। বিশেষজ্ঞদের মতে, আগামী কয়েকদিনে আরও কমে যাবে টাকার দাম।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version