Sunday, August 24, 2025

মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ফিল্মি কায়দায় হাওড়ার ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, তদন্তে পুলিশ

Date:

মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ব্যবসায়ীর বাড়ি থেকে দুঃসাহসিক ডাকাতি। ঘটনাটি ঘটেছে হাওড়ার জগৎবল্লভপুরে।  গৃহকর্তাকে মারধর ও খুদে সদস্যর মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে কাপড় ব্যবসায়ীর বাড়ি থেকে প্রায় ১২ লক্ষ টাকার গয়না চুরি করল একদল দুষ্কৃতী। এমনকি ডাকাতির পর ব্যবসায়ীর পরিবারের সদস্যদের বেঁধে রেখে চম্পট দেয় তারা। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন:পুজোর আগে খুশির খবর! আজই প্রাথমিকে নিয়োগপত্র হাতে পাচ্ছেন ১৮৫ জন চাকরিপ্রার্থী

স্থানীয় সূত্রে খবর, আট থেকে ১০ জন সশস্ত্র ডাকাত মুখে গামছা বেঁধে কাপড়ের ব্যবসায়ী সুজিত কাঁড়ারের বাড়িতে হানা দেয়। সেই সময় বাড়ির সবাই ঘুমোচ্ছিলেন। ঘরে ঢুকে পড়েন প্রথমেই গৃহকর্তাকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে দুষ্কৃতীরা। এর পর ব্যবসায়ীর সাত বছরের ছেলে সৌমাল্যের মাথায় রিভলভার ঠেকিয়ে যাবতীয় সোনার গয়না এবং নগদ টাকা লুট করে নেয়। এমনকি, ব্যবসায়ীর স্ত্রীর গলা এবং হাত থেকেও যাবতীয় গয়না খুলে নেওয়া হয় বলে অভিযোগ। প্রায় এক ঘণ্টা ধরে পুরো বাড়ি লণ্ডভণ্ড করে দুষ্কৃতীরা।

ব্যবসায়ীর অভিযোগ, ১০ থেকে ১২ লক্ষ টাকার সোনার গয়না এবং নগদ টাকা নিয়ে চম্পট দিয়েছেন দুষ্কৃতীরা। বাড়ি থেকে বেরোনোর সময় সকলের হাত-পা দড়ি দিয়ে বেঁধে দেয় ডাকাত দল। পরে দাঁত দিয়ে দড়ি কাটার পর চিৎকার করে প্রতিবেশীদের ডাকেন সুজিতবাবু।

খবর পেতেই ঘটনাস্থলে যায় জগৎবল্লভপুর থানার পুলিশ। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ব্যবসায়ীর পরিবার ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে। স্থানীয়রা জানান, ১০০ ডায়াল করে ফন করার কিছু সময় পরে পুলিশ আসে। গোটা ঘটনার তদন্ত শুরু করলেও এখনও কাউকে গ্রেফতার করা যায়নি।

Related articles

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...
Exit mobile version