অবশেষে কাটল জট। পাঁচ দিনের আন্দোলনের পর রেল অবরোধ (Rail blockade) প্রত্যাহার করল কুড়মি সম্প্রদায় (Kurmi Community)। রাজ্য সরকারের (Government of West Bengal) সদর্থক ভূমিকায় খুশি তাঁরা । পুরুলিয়ার জেলাশাসকের দফতরে (District Magistrate’s office) বৈঠকের পরই সমস্যার সমাধানের আশ্বাস পেয়ে আন্দোলন প্রত্যাহার করল কুড়মি সম্প্রদায়। সংবাদমাধ্যমে সেই কথাই ঘোষণা করেন কুড়মি সম্প্রদায়ের নেতা অজিত মাহাতো (Ajit Mahato)।