Thursday, August 21, 2025

অবশেষে কাটল জট। পাঁচ দিনের আন্দোলনের পর রেল অবরোধ (Rail blockade) প্রত্যাহার করল কুড়মি সম্প্রদায় (Kurmi Community)। রাজ্য সরকারের (Government of West Bengal) সদর্থক ভূমিকায় খুশি তাঁরা । পুরুলিয়ার জেলাশাসকের দফতরে (District Magistrate’s office) বৈঠকের পরই সমস্যার সমাধানের আশ্বাস পেয়ে আন্দোলন প্রত্যাহার করল কুড়মি সম্প্রদায়। সংবাদমাধ্যমে সেই কথাই ঘোষণা করেন কুড়মি সম্প্রদায়ের নেতা অজিত মাহাতো (Ajit Mahato)।

 

টানা ১০০ ঘণ্টা রেল অবরোধ চলার পর আন্দোলনের পঞ্চম দিনে অবরোধ প্রত্যাহার করার ঘোষণা কুড়মি সম্প্রদায়ের । শনিবার পুরুলিয়ার জেলাশাসকের দফতরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনার পর এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। রাজ্যের তরফ থেকে সংশোধিত সিআরআই (CRI Report) রিপোর্ট কেন্দ্রে পাঠাবার কথা বলা হয়েছে। কুড়মি সমাজের মূল নেতা অজিত প্রসাদ মাহাতো বলেন, সিআরআইয়ের রিপোর্টে ত্রুটি রয়েছে। যে চিঠি দেওয়া হয়েছে সেটি পুরনো চিঠি। এরপরই সংশোধনের দাবি তোলেন তাঁরা। প্রতিবাদে জায়গায় জায়গায় অবরোধ করা হয়। সমস্যায় পড়েন সাধারণ মানুষ। থমকে যায় সড়ক পরিবহন, বিপর্যস্ত রেল পরিষেবা। দক্ষিণ পূর্ব রেলের তরফ থেকে রাজ্য সরকারের হস্তক্ষেপ দাবি করা হয়। যদিও সংশোধনের এই বিষয়টি পুরোপুরি কেন্দ্রের নিয়ন্ত্রণাধীন। কিন্তু সাধারণ মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে সদর্থক ভূমিকা নেয় রাজ্য সরকার। অনগ্রসর কল্যাণ দফতরের সঙ্গে বৈঠক হয় পুরুলিয়া জেলাশাসকের দফতরে। ভিডিও কনফারেন্স এর মাধ্যমে সেই বৈঠকে যোগ দেন বাকি দুই জেলার শাসকরাও। প্রশাসনের সঙ্গে বৈঠকে মিলল সমাধান সূত্র। ৫ দিন পর আন্দোলন প্রত্যাহার কুড়মিদের।

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version