Friday, December 12, 2025

গেহলটের প্রতিদ্বন্দ্বী! কংগ্রেস সভাপতি নির্বাচনে মনোনয়ন তুললেন ‘বিক্ষুব্ধ’ শশী

Date:

Share post:

কংগ্রেসের(Congress) পরবর্তী সভাপতি কে হবে তা নিয়ে জল্পনার অন্ত নেই। গান্ধী পরিবারের সদস্যরা এই দায়িত্ব নিতে অস্বীকার করায় সভাপতি নির্বাচনে প্রথম নাম হিসেবে উঠে এসেছিল গান্ধী পরিবার ঘনিষ্ঠ রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের(Ashok Gehlot)। এবার তারই প্রতিদ্বন্দ্বী হিসেবে নাম উঠে এলো কেরলের কংগ্রেস সাংসদ শশী থারুরের(Shashi Tharoor)। কংগ্রেস সূত্রে খবর, সভাপতি নির্বাচনে লড়াইয়ে নামতে ইতিমধ্যেই মনোনয়নপত্র তুলেছেন কংগ্রেসের জি-২৩ গোষ্ঠী বা বিক্ষুব্ধ ২৩ জন নেতার মধ্যে অন্যতম শশী থারুর।

প্রায় এক শতক গান্ধী পরিবারের দখলে ছিল দেশের প্রাচীন রাজনৈতিক দল কংগ্রেস। কিন্তু ২০১৯-এর লোকসভা ভোটে বিপর্যয়ের পর কংগ্রেস সভাপতির পদ সেই যে ছেড়েছেন রাহুল, আর সেখানে ফিরতে চাননি তিনি। এরপর থেকে অন্তর্বর্তী সভানেত্রী হিসেবে দায়িত্বভার সামলাচ্ছেন সোনিয়া গান্ধী। সবকিছু ঠিকঠাক থাকলে সভাপতি বিহীনভাবে দীর্ঘ সময় কাটানোর পর অবশেষে সভাপতি পেতে চলেছে কংগ্রেস। তাও আবার এমন একজনকে যার পিছনে নেই গান্ধী পদবী। ১৭ অক্টোবর হবে কংগ্রেসের সভাপতি নির্বাচন। আর এই নির্বাচনে আপাতত যে দুই নাম প্রকাশে এলো তাতে প্রতিদ্বন্দ্বিতা করবেন গান্ধী পরিবারের ঘনিষ্ঠ অশোক গেহলট, এবং বিক্ষুব্ধ গোষ্ঠীর সদস্য শশী থারুর। এই লড়াইয়ে কে জয়ী হবেন সেদিকে নজর রেখেছে গোটা দেশ।

অবশ্য থারুরের মনোনয়ন তোলায় ইতিমধ্যেই গান্ধী ঘনিষ্ঠদের তরফে কটাক্ষ ধেয়ে এসেছে। কংগ্রেস মুখপাত্র গৌরব বল্লভ খোলাখুলি ভাবে গেহলটের সমর্থনে এগিয়ে আসেন। এবং কটাক্ষ করেন থারুরকে। তার পরেই নড়েচড়ে বসে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। প্রবীণ নেতা জয়রাম রমেশ নির্দেশিকা জারি করেন, দলের মুখপাত্ররা যেন সভাপতি পদপ্রার্থীদের নিয়ে কোনও কুকথা না বলেন।

spot_img

Related articles

মঙ্গলে খসড়া ভোটার তালিকা: প্রায় ২ কোটি ভোটারের শুনানির প্রস্তুতি কমিশনের

দেশের ছয় রাজ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশের সময় বাড়ালেও বাড়েনি বাংলায়। বাংলার কমিশন দফতর সেভাবে সুপারিশ না করাতেই...

বিহারে পিতৃতান্ত্রিক সমাজ বদলের ডাক: মহিলা ভাতায় কটাক্ষ লালু-কন্যার

আফসোস নাকি অভিযোগ? বিহারের নির্বাচনে পরাজয়ের পরে লালু প্রসাদ যাদবের পরিবারে যে ভাঙন ধরেছিল তাতে বড়সড় আঘাত পেয়েছিলেন...

হোটেল থেকেই করবেন মূর্তির উদ্বোধন, মেসি ম্যাজিকের অপেক্ষায় যুবভারতী

মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, শুক্রবার গভীর রাতে কলকাতায় পা দিচ্ছেন ফুটবলের রাজপুত্র লিও মেসি (Leo Messi)। মাত্র ১২...

ডবলইঞ্জিনের রাজ্যে বাংলা বলে ফের আক্রান্ত রাজ্যের ব্য়বসায়ী! পুশব্যাকের হুমকি

ফের ডবলইঞ্জিন শাসিত রাজ্যে বাংলা বলে ফের আক্রান্ত রাজ্যের ব্য়বসায়ী। শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার জন্য ওড়িশায় (Orissa)...