Wednesday, November 12, 2025

বুথ স্তরে সংগঠন নেই কেন? বঙ্গ বিজেপি নেতাদের কড়া ধমক ধর্মেন্দ্র প্রধানের

Date:

দলের সাংগঠনিক বৈঠকে জেলা নেতাদের কড়া ধমক দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।জেলার নেতারা বুথস্তরে কেন পৌঁছাচ্ছেন না তা জানতে চান তিনি। বুথ থেকে ব্লকস্তরে কোনও সংগঠন নেই জেনে অবাক ধর্মেন্দ্র প্রধান স্পষ্ট জানিয়ে দেন, শুধু কেন্দ্রীয় নেতৃত্ব সব উতরে দেবে সেটা সম্ভব নয়।

রাজ্যে দলীয় প্রবাস কমর্সূচিতে এসেছেন বিজেপির এই শীর্ষ নেতা। শুক্রবার উত্তর ও দক্ষিণ কলকাতা জেলার নেতাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন ন‌্যাশনাল লাইব্রেরিতে। সেখানে তিনি নীচুস্তরে দলের সংগঠন মজবুত করার ওপর জোর দেন।ভাল ফল না হওয়ায় বিজেপিরই (BJP) বদনাম হচ্ছে বলে জেলা নেতৃত্বকে স্মরণ করিয়ে দেন তিনি।
এদিন দায়িত্বে থাকা দমদম, যাদবপুর এবং উত্তর ও দক্ষিণ কলকাতা লোকসভা এলাকার নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী।নেতারা কেন বুথ ও শক্তিকেন্দ্রে ঠিকমতো যাচ্ছেন না, অসুবিধা কোথায় রয়েছে, তাও জানতে চান ধর্মেন্দ্র প্রধান। এক মাস পর তিনি ফের আসবেন এবং সংগঠনের কাজ কতটা এগোলো তা খতিয়ে দেখবেন বলে সাফ জানিয়ে দিয়েছেন।

শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী । শুক্রবার দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন,”বাংলায় শিক্ষাব্যবস্থা ঠিকঠাক চলছে না । গত কয়েক বছর ধরে এখানে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে চাকরি পদপ্রার্থীরা আন্দোলন করছেন । হাইকোর্টে এই নিয়োগ দুর্নীতিতে সংশ্লিষ্ট প্রচুর লোকের নাম এসেছে । তাদের থেকে টাকা উদ্ধার হয়েছে। ওই দফতরের মন্ত্রী গ্রেফতার হয়েছেন । এরপরেও রাজ্য সরকারের ঘুম ভাঙছে না । এটা খুবই চিন্তার বিষয় ।

তিনি অভিযোগ করেন, মন্ত্রী-আমলারা জেলে যাওয়ার পরেও এই সরকার কিছুই করছে না । এই কারণে আমি মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলাম । কিন্তু তার উত্তর এখনও পাইনি ।”

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version