Monday, November 10, 2025

‘জাগোবাংলা’ এবার থেকে পাড়ার বোর্ডে-রেস্তোরাঁয়: ‘উৎসব সংখ্যা’ প্রকাশ করে নির্দেশ মুখ্যমন্ত্রীর

Date:

পাড়ার সব স্ট্যান্ডে রাখা হোক ‘জাগোবাংলা’। উৎসব সংখ্যা প্রকাশ করে দলীয় কাউন্সিলরদের নির্দেশ দিলেন তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। রবিবার, নজরুল মঞ্চে তিনি বলেন, শহরতলি-সহ কলকাতার সব কাউন্সিলাররা এবার থেকে এলাকার বোর্ডে ‘জাগোবাংলা’ রাখবেন। একই সঙ্গে এলাকার সব রেস্তোরাঁতেও ‘জাগোবাংলা’ রাখার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, যাঁরা পড়তে ভালোবাসেন, তাঁরা সেখানেই এটা পড়তে পারবেন।

জাগোবাংলা টিমকে অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী। জানান তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)এবং ‘জাগোবাংলা’র সম্পাদক সুখেন্দুশেখর রায় (Sukhendushekhar Ray) খুব দায়িত্ব নিয়ে এই সংবাদপত্রের বিষয়টি দেখেন। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) তাঁর টিমকে সঙ্গে নিয়ে অত্যন্ত একটি উচ্চমানের সংবাদপত্র প্রকাশ করেন। তাঁদের পরিশ্রমকে সাধুবাদ জানান মুখ্যমন্ত্রী। বলেন, “আমার অভ্যাস সকালে ঘুম থেকে উঠে ঠাকুর নমস্কার করে, একটু ব্যায়াম করে, ট্রেডমিল করতে যাই। আমার ট্রেডমিলে ‘জাগোবাংলা’ থাকবেই। জাগোবাংলা আমাকে পড়তেই হবে, না পড়লে মনে হয় আমি যেন কিছুই পড়িনি।” মমতা জানান, বাইরে থাকলে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ তাঁকে হোয়াটসঅ্যাপ করে দেন।

এরপরেই তৃণমূল সুপ্রিমো জানান, জাগোবাংলাই একমাত্র সংবাদপত্র যারা সরকার থেকে বিজ্ঞাপনের নেয় না। খুব অল্প সময় নতুন করে এটিকে দাঁড় করানো হয়েছে। নিরপেক্ষ, স্বচ্ছ দৃষ্টিভঙ্গি দেয় ‘জাগোবাংলা’ মন্তব্য মুখ্যমন্ত্রীর। আসন্ন সারদ উৎসবে সকলকে শুভেচ্ছা জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

 

 

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version