Tuesday, August 26, 2025

‘জাগোবাংলা’ এবার থেকে পাড়ার বোর্ডে-রেস্তোরাঁয়: ‘উৎসব সংখ্যা’ প্রকাশ করে নির্দেশ মুখ্যমন্ত্রীর

Date:

পাড়ার সব স্ট্যান্ডে রাখা হোক ‘জাগোবাংলা’। উৎসব সংখ্যা প্রকাশ করে দলীয় কাউন্সিলরদের নির্দেশ দিলেন তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। রবিবার, নজরুল মঞ্চে তিনি বলেন, শহরতলি-সহ কলকাতার সব কাউন্সিলাররা এবার থেকে এলাকার বোর্ডে ‘জাগোবাংলা’ রাখবেন। একই সঙ্গে এলাকার সব রেস্তোরাঁতেও ‘জাগোবাংলা’ রাখার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, যাঁরা পড়তে ভালোবাসেন, তাঁরা সেখানেই এটা পড়তে পারবেন।

জাগোবাংলা টিমকে অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী। জানান তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)এবং ‘জাগোবাংলা’র সম্পাদক সুখেন্দুশেখর রায় (Sukhendushekhar Ray) খুব দায়িত্ব নিয়ে এই সংবাদপত্রের বিষয়টি দেখেন। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) তাঁর টিমকে সঙ্গে নিয়ে অত্যন্ত একটি উচ্চমানের সংবাদপত্র প্রকাশ করেন। তাঁদের পরিশ্রমকে সাধুবাদ জানান মুখ্যমন্ত্রী। বলেন, “আমার অভ্যাস সকালে ঘুম থেকে উঠে ঠাকুর নমস্কার করে, একটু ব্যায়াম করে, ট্রেডমিল করতে যাই। আমার ট্রেডমিলে ‘জাগোবাংলা’ থাকবেই। জাগোবাংলা আমাকে পড়তেই হবে, না পড়লে মনে হয় আমি যেন কিছুই পড়িনি।” মমতা জানান, বাইরে থাকলে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ তাঁকে হোয়াটসঅ্যাপ করে দেন।

এরপরেই তৃণমূল সুপ্রিমো জানান, জাগোবাংলাই একমাত্র সংবাদপত্র যারা সরকার থেকে বিজ্ঞাপনের নেয় না। খুব অল্প সময় নতুন করে এটিকে দাঁড় করানো হয়েছে। নিরপেক্ষ, স্বচ্ছ দৃষ্টিভঙ্গি দেয় ‘জাগোবাংলা’ মন্তব্য মুখ্যমন্ত্রীর। আসন্ন সারদ উৎসবে সকলকে শুভেচ্ছা জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

 

 

Related articles

দুদিন ছুটি বৃষ্টির! তবুও থাকছে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। তার জেরে ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। যার প্রভাব ওড়িশা ও বাংলার...

অনেক প্রেরণা তাঁরই: জন্মদিবসে মাদার টেরেসাকে স্মরণ মুখ্যমন্ত্রীর

তিনি যত না ছিলেন ম্যাসিডোনিয়ার তার থেকেও বেশি ছিলেন ভারতের, এই বাংলার। যাঁদের বেঁচে থাকার কোনও আশাই ছিল...

সবার ভালোবাসা লালবাগচা রাজাকে, মুম্বইয়ের গণেশ পুজোয় টক্কর দিতে তৈরি অন্যরাও

মুম্বইয়ের লালবাগের রাজাকে (Lalbaugcha Raja) কে না চেনে। সারাবছর আখ্খা মুম্বইকর অপেক্ষা করেন তাঁর ঝলক দর্শনের জন্য। এবছরও...

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...
Exit mobile version