Thursday, November 13, 2025

‘জাগোবাংলা’ এবার থেকে পাড়ার বোর্ডে-রেস্তোরাঁয়: ‘উৎসব সংখ্যা’ প্রকাশ করে নির্দেশ মুখ্যমন্ত্রীর

Date:

পাড়ার সব স্ট্যান্ডে রাখা হোক ‘জাগোবাংলা’। উৎসব সংখ্যা প্রকাশ করে দলীয় কাউন্সিলরদের নির্দেশ দিলেন তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। রবিবার, নজরুল মঞ্চে তিনি বলেন, শহরতলি-সহ কলকাতার সব কাউন্সিলাররা এবার থেকে এলাকার বোর্ডে ‘জাগোবাংলা’ রাখবেন। একই সঙ্গে এলাকার সব রেস্তোরাঁতেও ‘জাগোবাংলা’ রাখার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, যাঁরা পড়তে ভালোবাসেন, তাঁরা সেখানেই এটা পড়তে পারবেন।

জাগোবাংলা টিমকে অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী। জানান তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)এবং ‘জাগোবাংলা’র সম্পাদক সুখেন্দুশেখর রায় (Sukhendushekhar Ray) খুব দায়িত্ব নিয়ে এই সংবাদপত্রের বিষয়টি দেখেন। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) তাঁর টিমকে সঙ্গে নিয়ে অত্যন্ত একটি উচ্চমানের সংবাদপত্র প্রকাশ করেন। তাঁদের পরিশ্রমকে সাধুবাদ জানান মুখ্যমন্ত্রী। বলেন, “আমার অভ্যাস সকালে ঘুম থেকে উঠে ঠাকুর নমস্কার করে, একটু ব্যায়াম করে, ট্রেডমিল করতে যাই। আমার ট্রেডমিলে ‘জাগোবাংলা’ থাকবেই। জাগোবাংলা আমাকে পড়তেই হবে, না পড়লে মনে হয় আমি যেন কিছুই পড়িনি।” মমতা জানান, বাইরে থাকলে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ তাঁকে হোয়াটসঅ্যাপ করে দেন।

এরপরেই তৃণমূল সুপ্রিমো জানান, জাগোবাংলাই একমাত্র সংবাদপত্র যারা সরকার থেকে বিজ্ঞাপনের নেয় না। খুব অল্প সময় নতুন করে এটিকে দাঁড় করানো হয়েছে। নিরপেক্ষ, স্বচ্ছ দৃষ্টিভঙ্গি দেয় ‘জাগোবাংলা’ মন্তব্য মুখ্যমন্ত্রীর। আসন্ন সারদ উৎসবে সকলকে শুভেচ্ছা জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

 

 

Related articles

আবার বিস্ফোরণ দিল্লিতে! ফোনকলে নাকাল দিল্লি পুলিশ, দমকল

লাল কেল্লা বিস্ফোরণের পরে গোটা রাজধানী জুড়ে নিশ্চিদ্র নিরাপত্তা বলয়। তার মধ্যে বৃহস্পতিবার ফের বিস্ফোরণের (blast) খবরে চাঞ্চল্য...

ষড়যন্ত্রের আঁতুরঘর আল-ফালাহ ইউনিভার্সিটি? রুম নম্বর ১৩!

দেশের নজর এখন আল-ফালাহ ইউনিভার্সিটি। দিল্লির লালকেল্লার কাছে বিস্ফোরণের পরে চর্চার শিরোনামে এই বিশ্ববিদ্যালয় (University)। তদন্তকারীদের নজরেও রয়েছে...

নভেম্বরেই চার বিশেষ দিন! গোয়েন্দা গাফিলতিতে দেশের চার শহর বিপদে

মাত্র সাত মাস। তার মধ্যে দেশের দ্বিতীয় জঙ্গি হামলা। বুক ফুলিয়ে অপারেশন সিঁদুরের প্রচার চালানো বিজেপি নেতাদের নাকের...

ব্যাটিং মহড়ায় মগ্ন অধিনায়ক, ‘চ্যালেঞ্জ সামলে’ ইডেনে নামছেন প্রিন্স

বিরাট কোহলি, রোহিত শর্মারা টেস্ট ক্রিকেট থেকে অতীত হয়ে হয়ে গিয়েছেন। তারকা প্রথায় চলা ভারতীয় দলের প্রিন্স এখন...
Exit mobile version