Sunday, August 24, 2025

Uttarpara: স্বাধীনতা সংগ্রামীদের যাতায়াত ছিল চট্টোপাধ্যায় বাড়ির ২৭২ বছরের পুজোতে

Date:

সুমন করাতি, হুগলি

সাবেকি বনাম বারোয়ারির লড়াইটা আজ নতুন নয় । পুজোর (Puja) কটা দিন সেরার সেরা লড়াই চলে থিমের পুজোতে। তবে বাড়ির পুজোর ঐতিহ্য আলাদা। কলকাতার (Kolkata) সঙ্গে পাল্লা দিয়ে জেলার পুজোতেও বাড়ছে ভিড়। তবে উত্তরপাড়ার (Uttarpara) চট্টোপাধ্যায় বাড়ির পুজোতে আলাদা এক বিশেষত্ব রয়েছে। এই পুজো ২৭২ বছরে পা দিল। জানা যায় স্বাধীনতা সংগ্রামীদের যাতায়াত ছিল এই বাড়ির পুজোতে।পরিবার সূত্রে জানা যায় রামনিধি চট্টোপাধ্যায় (Ramnidhi Chatterjee) ছিলেন রায় চৌধুরীদের জামাই। বিবাহসূত্রে যৌতুক হিসেবে তিনি উত্তরপাড়া গঙ্গার পশ্চিমপাড়ে সম্পত্তি লাভ করেন। তাঁর হাত ধরেই উত্তরপাড়া চট্টোপাধ্যায় বাড়িতে প্রথম পুজো শুরু হয় আজ থেকে প্রায় ২৭০ বছর আগে। আগে অবশ্য চন্ডীতলার গরলগাছার বাড়িতে দুর্গাপুজো হত।

এই বাড়ির পুজো নিয়ে রয়েছে নানা কাহিনী। পরিবার সূত্রে জানা যায় জ্যোতি বসু প্রফুল্ল সেন রাও এসেছেন এই চট্টোপাধ্যায় বাড়িতে। কাজী নজরুল ইসলাম একবার অষ্টমীর ভোগ খেয়েছিলেন বলেও শোনা যায়। আগে পুজোর ভোগ নিবেদন করা হত ভাত, ডাল, শুক্ত, মোচার ঘন্ট , খিচুরি , এবং অস্টমীতে এঁচোড়ের ডালনা ছিল স্পেশাল মেনু। করোনা পরবর্তীকালে শুধু খিচুরি নিবেদন করা হয়। আগে নবমীতে আত্মীয় পরিজনরা পাত পেড়ে খাওয়া দাওয়া করতেন। প্রায় তিনশ লোকের আয়োজন হত। তবে এই বছর এবার নবমীর দিন মাছ মাংস দিয়ে তৈরি ভোজ ফিরতে চলেছে চট্টোপাধ্যায় বাড়িতে। চিতুই দিয়ে পায়েস পিঠে কলার বড়া হল এই বাড়ির পুজোর ভোগে বিশেষত্ব। দশমীর দিন ঠাকুর বরনের পর সিঁদুর খেলা আর কাঁধে করে বাবু ঘাটে নিয়ে গিয়ে ঠাকুর বিসর্জন, এই রীতি অপরিবর্তনীয় । বিসর্জনের পর চন্ডীর ঘট নিয়ে আসা হয় ঠাকুর দালানে। ঠাকুর বসার স্থান আজও মাটির। সেখানেই সারা বছর ধরে চন্ডী ঘট পুজো হয়। এই বংশের উত্তম পুরুষ ছিলেন অমরেন্দ্র চট্টোপাধ্যায়। স্বাধীনতা আন্দোলনের সময় স্বদেশীদের সভা হতো তার বাড়িতে।অনেক স্বাধীনতা সংগ্রামী সে সময় বাড়িতে আসতেন। গানের আসর, নাটক, বৈঠকি আড্ডা সবটাই এখানকার পুজোর বৈশিষ্ট্য ।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version