Wednesday, August 27, 2025

চণ্ডীগড় বিমানবন্দরের নাম হবে ভগৎ সিং-এর নামে, মন কি বাতে বড় ঘোষণা মোদির

Date:

চণ্ডীগড় বিমানবন্দরের নাম রাখা হচ্ছে শহীদ ভগৎ সিং (Bhagat Singh)-এর নামে৷ স্বাধীনতা সংগ্রামীর জন্মবার্ষিকীর (Birth Anniversary) প্রাক্কালে এমন কথাই ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)৷ রবিবার মন কি বাত (Maan ki Baat) অনুষ্ঠানে মোদি জানান, স্বাধীনতার অমৃত মহোৎসবের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার মন কি বাতের ৯৩তম পর্বে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমার প্রিয় দেশবাসীরা, তিনদিন পর ২৮ সেপ্টেম্বর৷ এটা অমৃত মহোৎসবের একটা বিশেষ দিন। আর সেই দিনেই আমরা ভারতমাতার সাহসী সন্তান ভগৎ সিং-এর জন্মবার্ষিকী পালন করছি৷ স্বাধীনতা সংগ্রামীর প্রতি শ্রদ্ধা জানাতে, এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে চণ্ডীগড় বিমানবন্দরের নামকরণ হবে শহীদ ভগৎ সিং-এর নামে৷

পাশাপাশি গত সপ্তাহে নামিবিয়া (Namibia) থেকে ভারতে যেসব চিতা (Cheetah) আনা হয়েছে তার নামকরণের বিষয়ে শুরু হওয়া প্রচার নিয়েও দেশবাসীকে নিজেদের মত জানানোর অনুরোধ জানিয়েছেন নরেন্দ্র মোদি৷ চিতাগুলিকে বর্তমানে মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে রাখা হয়েছে৷ প্রধানমন্ত্রীর কথায়, আমাদের প্রথা মেনে যদি চিতাগুলির নামকরণ হয় তবে দারুণ হবে৷ পশুদের সঙ্গে মানুষের কী ব্যবহার হওয়া উচিত সেই পরামর্শও দেওয়ার আর্জি জানান নমো৷ তিনি আবেদন এই প্রতিযোগিতায় অংশ নিন৷ হতে পারে চিতাগুলিকে দর্শনের ক্ষেত্রে আপনিই হলেন প্রথম ব্যক্তি।

চিতা ফিরে আসায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে নাগরিকরা তাঁদের আনন্দ প্রকাশ করেছেন বলে জানান মোদি৷ তিনি বলেন, চিতাগুলির উপর নজর রাখবে বিশেষ টাস্ক ফোর্স (Task Force)। পাশাপাশি এদিনের মন কি বাতের অনুষ্ঠানে মোদি বলেন, আজ ভারত প্যারা-স্পোর্টসে নতুন উচ্চতা অতিক্রম করছে। অনেক মানুষ আছেন যারা প্রতিবন্ধীদের মধ্যে ফিটনেস সংস্কৃতি প্রচার করতে, তাদের আত্মবিশ্বাসকে শক্তিশালী করতে মাঠে কাজ করছেন।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version