Monday, August 25, 2025

বেনজির: শরীরে মিলল না শিরা! মৃত্যুদণ্ডের হাত থেকে আপাতত স্বস্তি বন্দি অ্যালানের

Date:

সন্দেহের বশে মেরে ফেলেছিলেন ৩ সহকর্মীকে। জেল হেফাজতে (Jail Custody) থাকার পরে আসামীকে মৃত্যুদণ্ডের সাজা (Death Penalty) শোনায় আদালত। তবে আদালত মৃত্যুদণ্ডের সাজা শোনালেও আশ্চর্যজনক ভাবে বেঁচে গেলেন দোষী। সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে আমেরিকার আলবামা অঞ্চলে।

১৯৯৯ সালে সন্দেহের বশে ৩ সহকর্মীকে মেরে ফেলার অভিযোগ ওঠে পেশায় ট্রাক চালক অ্যালান ইউজিন মিলার (Alan Eugene Miller)। পুলিশের অভিযোগ, অ্যালান নাকি সমকামী। কর্মক্ষেত্রে এই কথা ছড়িয়ে দিয়েছিলেন ৩ সহকর্মী। তার জেরেই রাগে, অপমানে সহকর্মীদের প্রাণে ফেরে ফেলার সিদ্ধান্ত নেন ওই ট্রাক চালক (Truck Driver)। মৃত ৩ সহকর্মী টেরি জার্ভিস, লি হোল্ডব্রুকস এবং স্কট ইয়ান্সি। তিনজনের বুকে গুলি করে মারেন অ্যালান। পরে তাঁকে গ্রেফতার (Arrest) করা হয়। তখন থেকেই জেলে রয়েছেন আমেরিকার অভিযুক্ত ওই বাসিন্দা। পরে আমেরিকার সুপ্রিম কোর্ট (Supreme Court of America) অভিযুক্তকে মৃত্যুদণ্ডের নির্দেশ দেয়। কিন্তু এই শাস্তির পদ্ধতিও অত্যন্ত ভয়ানক। সে দেশের শীর্ষ আদালত সাফ নির্দেশ দেয় শরীরে প্রাণঘাতী ইঞ্জেকশন (Injection) প্রয়োগ করে তাঁকে মেরে ফেলা হবে।

তবে ইঞ্জেকশন নিতে অত্যন্ত ভয় পান অ্যালান। তাই অন্য কোনও পদ্ধতিতে তাঁকে হত্যা করার অনুরোধ জানিয়েছিলেন আসামী। কিন্তু আদালত তাঁর অনুরোধকে কোনও পাত্তা দেয়নি। তবে মৃত্যুর আগে তাঁর শেষ আহারে যেন কোনও খামতি না থাকে সেদিকেই বেশি নজর দেওয়া হয়েছিল। পরে অ্যালানকে ইঞ্জেকশন দিতে চেম্বারে নিয়ে যাওয়া হয়। কিন্তু শরীরে সূচ ফোটানোর জন্য তাঁর শরীরে শিরা (Vain) খুঁজে পাওয়া যায়নি। এদিকে একাধিকবার চেষ্টা করলেও সময় অতিক্রান্ত হয়ে যাওয়ায় ছেড়ে দেওয়া হয় অ্যালানকে। তবে বর্তমানে আবার জেলের পুরনো ঠিকানায় পাঠানো হয়েছে আসামীকে। পরবর্তী রায় আসা অবধি জেল হেফাজতেই থাকতে হবে তাঁকে।

 

Related articles

নির্বাচনী মামলা! পাল্টা হলফনামা দিতে নিজেই হাই কোর্টে অভিষেক

নির্বাচন সংক্রান্ত মামলা দায়ের হয়েছিল তৃণমূলের ডায়মন্ড হারবারের (Diamond Harbour) সাংসদ তথা তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

পথ দেখায় বাংলা: মমতার পথেই গণেশপুজোয় অনুদান মহারাষ্ট্রের বিজেপি সরকারের!

বাংলা আজ যা ভাবে গোটা ভারত তা ভাবে কাল। এই স্বতঃসিদ্ধ বাক্যটি সম্প্রতি বারবার প্রমাণিত হয়েছে। ফের একবার...

“যেকোনও পুরুষ আমার চেয়ে হেমাকে বেশি পছন্দ করত”, ধর্মেন্দ্রর দ্বিতীয় বিয়ে নিয়ে মন্তব্য প্রকাশের

ধর্মেন্দ্র (Dharmendra) এবং তাঁর প্রথম স্ত্রী প্রকাশ কৌরের (Prakash Kaur) বিয়ে হয় ১৯৫৪ সালে। অভিনেতার বলিউডে অভিষেকের কয়েক...

নিয়োগ মামলা: ইডির তল্লাশি বিধায়কের বাড়ি, আত্মীয়ের বাড়িতে

নির্বাচন এগিয়ে এলেই বিজেপির তার তদন্তকারী সংস্থার অস্ত্রগুলোকে এগিয়ে দিতে থাকে। তদন্তকারী সংস্থা ইডি বা সিবিআই আজ পর্যন্ত...
Exit mobile version