Thursday, November 13, 2025

বেনজির: শরীরে মিলল না শিরা! মৃত্যুদণ্ডের হাত থেকে আপাতত স্বস্তি বন্দি অ্যালানের

Date:

সন্দেহের বশে মেরে ফেলেছিলেন ৩ সহকর্মীকে। জেল হেফাজতে (Jail Custody) থাকার পরে আসামীকে মৃত্যুদণ্ডের সাজা (Death Penalty) শোনায় আদালত। তবে আদালত মৃত্যুদণ্ডের সাজা শোনালেও আশ্চর্যজনক ভাবে বেঁচে গেলেন দোষী। সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে আমেরিকার আলবামা অঞ্চলে।

১৯৯৯ সালে সন্দেহের বশে ৩ সহকর্মীকে মেরে ফেলার অভিযোগ ওঠে পেশায় ট্রাক চালক অ্যালান ইউজিন মিলার (Alan Eugene Miller)। পুলিশের অভিযোগ, অ্যালান নাকি সমকামী। কর্মক্ষেত্রে এই কথা ছড়িয়ে দিয়েছিলেন ৩ সহকর্মী। তার জেরেই রাগে, অপমানে সহকর্মীদের প্রাণে ফেরে ফেলার সিদ্ধান্ত নেন ওই ট্রাক চালক (Truck Driver)। মৃত ৩ সহকর্মী টেরি জার্ভিস, লি হোল্ডব্রুকস এবং স্কট ইয়ান্সি। তিনজনের বুকে গুলি করে মারেন অ্যালান। পরে তাঁকে গ্রেফতার (Arrest) করা হয়। তখন থেকেই জেলে রয়েছেন আমেরিকার অভিযুক্ত ওই বাসিন্দা। পরে আমেরিকার সুপ্রিম কোর্ট (Supreme Court of America) অভিযুক্তকে মৃত্যুদণ্ডের নির্দেশ দেয়। কিন্তু এই শাস্তির পদ্ধতিও অত্যন্ত ভয়ানক। সে দেশের শীর্ষ আদালত সাফ নির্দেশ দেয় শরীরে প্রাণঘাতী ইঞ্জেকশন (Injection) প্রয়োগ করে তাঁকে মেরে ফেলা হবে।

তবে ইঞ্জেকশন নিতে অত্যন্ত ভয় পান অ্যালান। তাই অন্য কোনও পদ্ধতিতে তাঁকে হত্যা করার অনুরোধ জানিয়েছিলেন আসামী। কিন্তু আদালত তাঁর অনুরোধকে কোনও পাত্তা দেয়নি। তবে মৃত্যুর আগে তাঁর শেষ আহারে যেন কোনও খামতি না থাকে সেদিকেই বেশি নজর দেওয়া হয়েছিল। পরে অ্যালানকে ইঞ্জেকশন দিতে চেম্বারে নিয়ে যাওয়া হয়। কিন্তু শরীরে সূচ ফোটানোর জন্য তাঁর শরীরে শিরা (Vain) খুঁজে পাওয়া যায়নি। এদিকে একাধিকবার চেষ্টা করলেও সময় অতিক্রান্ত হয়ে যাওয়ায় ছেড়ে দেওয়া হয় অ্যালানকে। তবে বর্তমানে আবার জেলের পুরনো ঠিকানায় পাঠানো হয়েছে আসামীকে। পরবর্তী রায় আসা অবধি জেল হেফাজতেই থাকতে হবে তাঁকে।

 

Related articles

লাদাখে চালু হল বিশ্বের সর্বোচ্চ বিমানঘাঁটি

১৩,৭০০ ফুট উচ্চতা নিয়ে বিশ্বের সেরা সামরিক বিমানঘাঁটি তৈরী হল এবার লাদাখে। লাদাখের চাংথাং নিওমা বিমানঘাঁটি বুধবার বায়ুসেনা...

আগামী বছর আরও বড় কিছু করব-Big Jump: “জনগণের উৎসব Kiff”-র সমাপ্তিতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর 

“আমরা আগামী বছর আরও বড় কিছু করব…Big Jump“-৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে আচমকা হাজির হয়ে...

কমিশনের হিসাবে ফর্ম পৌঁছে বিলিতে ১ নম্বর, তবু বাংলায় প্রশিক্ষণই অসম্পূর্ণ BLO-দের!

৪ নভেম্বর থেকে দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ইউনিমারেশনের কাজ শুরু করেছিল নির্বাচন কমিশন। ১১ নভেম্বরের মধ্যে...

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল উত্তরপ্রদেশের বারাবাঁকি, মৃত্যু শ্রমিকদের, আহত বহু

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বারাবাঁকি জেলা। বৃহস্পতিবার বিকেলে আচমকা বিস্ফোরণ (Blast) হয় বাজি...
Exit mobile version