Monday, November 10, 2025

সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনেই বড় দুর্ঘটনার সাক্ষী শহর কলকাতা। সোমবার দুপুরে তারাতলার কাছে একটি চলন্ত স্কুল বাসে (School Bus) আচমকাই আগুন (Fire) লেগে যায়। তারাতলা উড়ালপুলে (Taratala Flyover) বাসটি উঠলে দাউদাউ করে জ্বলতে থাকে। বাসটিতে কোনও স্কুল পড়ুয়া না থাকায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। কোনওমতে জ্বলন্ত বাস থেকে বেরিয়ে আসেন বাসের চালক ও খালাসি। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। ঘটনার জেরে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে তারাতলা ও বেহালা এলাকায়। বাসে আগুন দেখে রীতিমতো শিউরে ওঠেন প্রত্যক্ষদর্শীরা। ঘটনার জেরে ব্যাহত হয় যান চলাচল। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন জোকার একটি বেসরকারি স্কুলের বাসে (School Bus) আগুন লেগে যায়। মাঝেরহাটের দিক থেকে তারাতলা উড়ালপুল হয়ে বেহালার দিকে যাচ্ছিল বাসটি। ফ্লাইওভারের মাঝামাঝি এসে আচমকাই বাসটি থেকে কালো ধোঁয়া বেরতে দেখেন চালক ও খালাসি। মুহূর্তের মধ্যে আগুন লেগে যায় বাসে। দাউ দাউ করে জ্বলতে শুরু করে আগুন। কোনওমতে বাস থামিয়ে থেকে বেরিয়ে আসতে সক্ষম হন দু’জন। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির (Technical Fault) জেরেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে স্কুলের কোনও পড়ুয়া না থাকলেও প্রশ্ন উঠেছে বাসটির রক্ষণাবেক্ষণ নিয়ে।

বাসটিতে কীভাবে আগুন লাগল তা অবশ্য জানা যায়নি। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, শর্টসার্কিট থেকেই আগুন লাগতে পারে বাসে। এদিন দুর্ঘটনার খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। নিয়ন্ত্রণ করা হয় যান চলাচল। তবে কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি সামাল দিতে খবর দেওয়া হয় দমকল বাহিনীকে (Fire Brigade)। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে এবং স্বাভাবিক হয়েছে যান চলাচলও।

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version