Friday, May 23, 2025

মধ্য এশিয়ার স্কুলে হামলা (Attack) চালাল বন্দুকবাজ (Gunman)। হামলার জেরে এখন পর্যন্ত ৫ পড়ুয়া-সহ মোট ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। শুধুমাত্র পড়ুয়া নয়, গুলিতে প্রাণ হারিয়েছেন স্কুলেরই ২ শিক্ষক (Teacher) ও ২ নিরাপত্তারক্ষী (Security Personnel)। তবে এদিন হামলার পর বন্দুকবাজও আত্মঘাতী (Suicide) হয়েছে বলে খবর।

সোমবার সকালে মধ্য রাশিয়ার ইজেভস্কের (Izhevsk)একটি স্কুলে অতর্কিতে হামলা চালায় এক বন্দুকবাজ। হামলাকারীর পরিচয় জানার চেষ্টা চলছে। তবে কী কারণে এই হামলা তা স্পষ্ট করা হয়নি। এদিন হামলার পরপরই খালি করে দেওয়া হয় স্কুল। রাশিয়ার গভর্নর (Governor Alexander Brechalov) বলেন, ‌আহত ও মৃতদের মধ্যে একাধিক শিশু রয়েছে। গত ফেব্রুয়ারি থেকে ইউক্রেনের (Ukraine) মাটিতে লাগাতার আগ্রাসন চালাচ্ছে রুশ সেনা। যা এখনও থামেনি। সম্প্রতি ইউক্রেনে নতুন করে সেনা পাঠানোর কথা ঘোষণা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladiir Putin)। এরপরই রাশিয়ার বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু হয়েছে। বহু বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। এই পরিস্থিতিতেই অজ্ঞাতপরিচয় বন্দুকবাজ হামলা চালাল রাশিয়ার স্কুলে।

তদন্তকারী দলের সদস্যরা জানিয়েছেন, কালো পোশাক পরে এসেছিল আততায়ী। টি শার্টে ছিল নাৎজি চিহ্ন। তবে কোনও পরিচয়পত্র ছিল না তাঁর সঙ্গে। এদিকে ঘটনার কথা স্বীকার করেছে রাশিয়া সরকার। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, স্কুলে বন্দুকবাজের হামলায় ১৩ জনের মৃত্যু হয়েছে, কমপক্ষে ২০ জন আহত হয়েছে।

 

Related articles

নিরাপত্তা নিয়ে পড়াশোনার নয়া কোর্স

জাতীয় নিরাপত্তা নিয়ে পড়াশোনার প্রতি ঝোঁক ক্রমশ বাড়ছে নতুন প্রজন্মের। চালু হয়েছে এই বিষয়ে একাধিক ডিপ্লোমা ও ডিগ্রি...

চরম অমানবিকতা পাকিস্তানের! অল্পের জন্য রক্ষা পেল ইন্ডিগো বিমানের ২২০ যাত্রীর প্রাণ

আবারও অমানবিকতার পরিচয় দিল পাকিস্তান। প্রবল ঝড় ও শিলাবৃষ্টির মধ্যে পড়া এক যাত্রীবাহী বিমান পাকিস্তানের আকাশসীমা সাময়িকভাবে ব্যবহার...

বাংলার কনিষ্ঠ অঙ্গদাতা হয়ে ইতিহাস গড়ল ১২ বছরের উমাঙ্গ! 

'জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর'—এই প্রবাদকে সত্যি প্রমাণ করল কলকাতার এক ১২ বছরের কিশোর,...

চিপস চুরির অপবাদ! অপমানে আত্মঘাতী ছাত্র, উত্তাল পাঁশকুড়া

চিপস চুরির অপবাদ সহ্য করতে না পেরে আত্মঘাতী হল পাঁশকুড়ার এক সপ্তম শ্রেণীর ছাত্র। বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায়...
Exit mobile version