Thursday, August 28, 2025

দিলীপ-শুভেন্দুদের উদ্দেশ্যে তর্পণ! মদনের আচরণে ক্ষুব্ধ স্পিকার

Date:

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari) ও বিজেপির ভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের(Dilip Ghosh) নামে তর্পণ করেছিলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র(Madan Mitra)। তাঁর এহেন কর্মকান্ডে বিতর্ক চরম আকার ধারণ করে। মদনের এহেন আচরণে ক্ষুব্ধ তৃণমূল বিধায়ক তথা বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়(Biman Banerjee)।

মদনের এহেন আচরণের নিন্দা তো বটেই রীতিমতো ক্ষোভ প্রকাশ করে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, “এগুলো ভাল দৃষ্টান্ত স্থাপন করে না। আসলে মিডিয়ার সামনে পাবলিসিটি পাওয়ার জন্য এসব করা হচ্ছে। এসব না করলেও মদন মিত্র মদন মিত্রই থাকবেন। যাঁরা বিধায়ক তাঁরা নিজের ক্ষেত্রে কাজ করবেন।” এরপর সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি আরও বলেন, “এই পাবলিসিটি দিয়েছেন আপনারা। আমি আর কী বলব?”

বিধায়ক মদন মিত্রের কাজকে তৃণমূল একেবারেই সমর্থন করছেন না বলে জানিয়ে তৃণমূল মুখপত্র তথা রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “আমি হলে এ কাজ করতাম না। এটা মদনদার ব্যাপার। আমি নিশ্চিত সবাইকে আক্রমণ করতাম। কিন্তু এসব করতাম না। মদনদা নিজস্ব অভিধান মেনে কাজ করেন। সেটার কপিরাইট তার নিজের।”

উল্লেখ্য, মহালয়ার দিন সকালে একেবারে নিজস্ব স্টাইলে তর্পণ করতে দেখা যায় কামারহাটির বিধায়ক মদন মিত্রকে। তসরের ধুতি, উড়নি গায়ে, চোখে কালো সানগ্লাস লাগিয়ে গঙ্গার পাড়ে তর্পণ করেন তিনি। দিলীপ ঘোষ ও শুভেন্দু অধিকারীর ছবিতে মালা পরিয়ে নিয়ম মেনে মন্ত্র পড়ে তাদের উদ্দেশ্যে তর্পণ করেন মদন মিত্র। পাশাপাশি সংবাদমাধ্যমকে তিনি বলেন বিজেপির বিদায় কামনায় এই তর্পণ। বলার অপেক্ষা রাখে না মদনেরই এহেন আচরণ রাজ্য রাজনীতিতে ব্যাপক বিতর্ক তৈরি করে।

Related articles

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...

দু’দিনেই তিন হাজার আবেদন! পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে বিপুল সাড়া

রাজ্যে ফিরেছেন কর্মসংস্থানহীন বহু শ্রমিক। তাঁদের আর্থিক সুরাহার লক্ষ্যে নবান্নের উদ্যোগে চালু হয়েছে ‘শ্রমশ্রী’ অ্যাপ। আর যাত্রা শুরুর...
Exit mobile version