Sunday, November 16, 2025

দিলীপ-শুভেন্দুদের উদ্দেশ্যে তর্পণ! মদনের আচরণে ক্ষুব্ধ স্পিকার

Date:

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari) ও বিজেপির ভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের(Dilip Ghosh) নামে তর্পণ করেছিলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র(Madan Mitra)। তাঁর এহেন কর্মকান্ডে বিতর্ক চরম আকার ধারণ করে। মদনের এহেন আচরণে ক্ষুব্ধ তৃণমূল বিধায়ক তথা বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়(Biman Banerjee)।

মদনের এহেন আচরণের নিন্দা তো বটেই রীতিমতো ক্ষোভ প্রকাশ করে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, “এগুলো ভাল দৃষ্টান্ত স্থাপন করে না। আসলে মিডিয়ার সামনে পাবলিসিটি পাওয়ার জন্য এসব করা হচ্ছে। এসব না করলেও মদন মিত্র মদন মিত্রই থাকবেন। যাঁরা বিধায়ক তাঁরা নিজের ক্ষেত্রে কাজ করবেন।” এরপর সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি আরও বলেন, “এই পাবলিসিটি দিয়েছেন আপনারা। আমি আর কী বলব?”

বিধায়ক মদন মিত্রের কাজকে তৃণমূল একেবারেই সমর্থন করছেন না বলে জানিয়ে তৃণমূল মুখপত্র তথা রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “আমি হলে এ কাজ করতাম না। এটা মদনদার ব্যাপার। আমি নিশ্চিত সবাইকে আক্রমণ করতাম। কিন্তু এসব করতাম না। মদনদা নিজস্ব অভিধান মেনে কাজ করেন। সেটার কপিরাইট তার নিজের।”

উল্লেখ্য, মহালয়ার দিন সকালে একেবারে নিজস্ব স্টাইলে তর্পণ করতে দেখা যায় কামারহাটির বিধায়ক মদন মিত্রকে। তসরের ধুতি, উড়নি গায়ে, চোখে কালো সানগ্লাস লাগিয়ে গঙ্গার পাড়ে তর্পণ করেন তিনি। দিলীপ ঘোষ ও শুভেন্দু অধিকারীর ছবিতে মালা পরিয়ে নিয়ম মেনে মন্ত্র পড়ে তাদের উদ্দেশ্যে তর্পণ করেন মদন মিত্র। পাশাপাশি সংবাদমাধ্যমকে তিনি বলেন বিজেপির বিদায় কামনায় এই তর্পণ। বলার অপেক্ষা রাখে না মদনেরই এহেন আচরণ রাজ্য রাজনীতিতে ব্যাপক বিতর্ক তৈরি করে।

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version