Monday, November 10, 2025

যাত্রী দুর্ভোগের কথা ভেবে SBSTC-র অস্থায়ী বাস কর্মীদের ২৬ দিন কাজের প্রতিশ্রুতি পরিবহনমন্ত্রীর

Date:

পুজোর মরশুমে যাত্রী দুর্ভোগ রুখতে তৎপর রাজ্য। SBSTC-র অস্থায়ী বাস কর্মীদের  কর্মবিরতি প্রত্যাহার করে নেওয়ার অনুরোধের পাশাপাশি তাঁদের দাবি মেনে  মাসে ২৬ দিন কাজের প্রতিশ্রুতি দিলেন পরিবহনমন্ত্রী স্নেহাশীস চক্রবর্তী। সঙ্গে আন্দোলনকারীদের অবিলম্বে কর্মবিরতি প্রত্যাহার করে নেওয়ার অনুরোধ করেছেন তিনি। পাশাপাশি পুজোর পর ছুটি সংক্রান্ত দাবিদাওয়া নিয়েও আলোচনার আশ্বাস দেওয়া হয়েছে।

আরও পড়ুন: SBSTC-র অস্থায়ী কর্মীদের লাগাতার আন্দোলনের জেরে দুর্ভোগে নিত্যযাত্রীরা

পুজোর মরশুমেও দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার অস্থায়ী কর্মীদের কর্মবিরতি অব্যাহত। এই নিয়ে দুর্ভোগের সপ্তম দিনে পড়েছে। বেশ কিছু জেলায় সরকারি বাস পরিষেবা কার্যত বন্ধের মুখে। যার জেরে চরম ভোগান্তিতে যাত্রীরা। মহালয়ার পরও কর্মবিরতি তুলে নেওয়ার নাম নেই। দুর্গাপুর থেকে বাঁকুড়া, পুরুলিয়া থেকে ঝাড়গ্রাম, সর্বত্রই গন্তব্যে পৌঁছতে গিয়ে চরম হয়রানির শিকার হচ্ছেন বহু মানুষ।দাবি না মানা পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছিলেন আন্দোলনকারীরা। সোমবার এ নিয়ে নড়েচড়ে বসেন পরিবহনমন্ত্রী স্নেহাশীস চক্রবর্তী। তিনি জানান, অস্থায়ী বাস কর্মীদের কর্মবিরতি প্রত্যাহার করে নেওয়ার অনুরোধের পাশাপাশি তাঁদের দাবি মেনে  মাসে ২৬ দিন কাজের প্রতিশ্রুতি দেন।


তবে সোমবার পরিবহন মন্ত্রীর আশ্বাসের পরে,অস্থায়ী বাস কর্মীরা জানিয়েছেন, প্রেসবিবৃতি দিলে কর্মবিরতি তুলে নেওয়া হবে। আপাতত দিঘা ডিপো থেকে কর্মবিরতি তুলে নেওয়ার কথা হয়েছে। এই ডিপো থেকেই সবার আগে কর্মবিরতির আন্দোলন শুরু হয়েছিল।


Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version