Thursday, August 28, 2025

ফরেন্সিক দফতরের ১০টি পদে পুজোর আগেই নিয়োগ শুরুর নির্দেশ হাইকোর্টের

Date:

Share post:

রাজ্যের ফরেন্সিক দফতরের ১০টি পদে অবিলম্বে নিয়োগ করতে হবে। এমনই নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। শুধু তাই নয়, পুজোর আগেই এই নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি অজয়কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছেন।
জানা গিয়েছে, একটি মামলায় রাজ্যের স্বরাষ্ট্রসচিব ভগবতীপ্রসাদ গোপালিকাকে মঙ্গলবার সশরীরে হাজিরার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সেই মতো তিনি সকালে আদালতে গিয়েছিলেন। সেখানে বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চের তরফে তাঁর কাছে প্রশ্ন করা হয়, কেন ফরেন্সিক দফতরের ১৭টি পোস্টে এখনও নিয়োগ হয়নি? এর পরই অবিলম্বে নিয়োগ শুরু করার নির্দেশ দেওয়া হয়।হাইকোর্ট জানিয়েছে, চলতি সপ্তাহেই নিয়োগের কাজ শুরু করতে হবে।উল্লেখ্য, ফরেন্সিক দফতরে দু’টি বিভাগ মিলিয়ে মোট শূন্যপদ ১৭। একটি বিভাগের ১০ পদে দ্রুত নিয়োগের নির্দেশ দিয়েছে আদালত।

আরও পড়ুন- ভুবনেশ্বর কুমারের পাশে দাঁড়ালেন এস শ্রীসান্ত

এমনকি, মঙ্গলবারই পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে হবে স্বরাষ্ট্রসচিবকে। আদালত জানিয়েছে, মঙ্গলবার দুপুর ২টোয় ফের স্বরাষ্ট্রসচিবকে আদালতে হাজিরা দিতে হবে। তবে তিনি ভার্চুয়াল মাধ্যমে হাজির থাকতে পারবেন। ওই সময়ের মধ্যে পিএসএসি চেয়ারম্যানের সঙ্গে কথা বলে তাঁকে আদালতে জানাতে হবে, পুজোর ছুটির আগে অর্থাৎ ৩০ সেপ্টেম্বরের মধ্যে ফরেন্সিক দফতরে নিয়োগ শুরু করা সম্ভব কি না।
জানা গিয়েছে, কলকাতা হাই কোর্টে নারকোটিক্স ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্স (এনডিপিএস) আইনে একটি মামলা করেন উৎপল সরকার। সেই মামলায় রাজ্যের ফরেন্সিক দফতরের কাছ থেকে রিপোর্ট চেয়েছিল আদালত। কিন্তু সেই রিপোর্ট সময় মতো জমা পড়েনি। রাজ্যের আইনজীবী আদালতে জানিয়েছিলেন, ফরেন্সিক দফতরে কর্মচারী না থাকায় রিপোর্ট দেওয়া সম্ভব হয়নি।

spot_img

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...