Thursday, November 13, 2025

ফরেন্সিক দফতরের ১০টি পদে পুজোর আগেই নিয়োগ শুরুর নির্দেশ হাইকোর্টের

Date:

রাজ্যের ফরেন্সিক দফতরের ১০টি পদে অবিলম্বে নিয়োগ করতে হবে। এমনই নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। শুধু তাই নয়, পুজোর আগেই এই নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি অজয়কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছেন।
জানা গিয়েছে, একটি মামলায় রাজ্যের স্বরাষ্ট্রসচিব ভগবতীপ্রসাদ গোপালিকাকে মঙ্গলবার সশরীরে হাজিরার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সেই মতো তিনি সকালে আদালতে গিয়েছিলেন। সেখানে বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চের তরফে তাঁর কাছে প্রশ্ন করা হয়, কেন ফরেন্সিক দফতরের ১৭টি পোস্টে এখনও নিয়োগ হয়নি? এর পরই অবিলম্বে নিয়োগ শুরু করার নির্দেশ দেওয়া হয়।হাইকোর্ট জানিয়েছে, চলতি সপ্তাহেই নিয়োগের কাজ শুরু করতে হবে।উল্লেখ্য, ফরেন্সিক দফতরে দু’টি বিভাগ মিলিয়ে মোট শূন্যপদ ১৭। একটি বিভাগের ১০ পদে দ্রুত নিয়োগের নির্দেশ দিয়েছে আদালত।

আরও পড়ুন- ভুবনেশ্বর কুমারের পাশে দাঁড়ালেন এস শ্রীসান্ত

এমনকি, মঙ্গলবারই পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে হবে স্বরাষ্ট্রসচিবকে। আদালত জানিয়েছে, মঙ্গলবার দুপুর ২টোয় ফের স্বরাষ্ট্রসচিবকে আদালতে হাজিরা দিতে হবে। তবে তিনি ভার্চুয়াল মাধ্যমে হাজির থাকতে পারবেন। ওই সময়ের মধ্যে পিএসএসি চেয়ারম্যানের সঙ্গে কথা বলে তাঁকে আদালতে জানাতে হবে, পুজোর ছুটির আগে অর্থাৎ ৩০ সেপ্টেম্বরের মধ্যে ফরেন্সিক দফতরে নিয়োগ শুরু করা সম্ভব কি না।
জানা গিয়েছে, কলকাতা হাই কোর্টে নারকোটিক্স ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্স (এনডিপিএস) আইনে একটি মামলা করেন উৎপল সরকার। সেই মামলায় রাজ্যের ফরেন্সিক দফতরের কাছ থেকে রিপোর্ট চেয়েছিল আদালত। কিন্তু সেই রিপোর্ট সময় মতো জমা পড়েনি। রাজ্যের আইনজীবী আদালতে জানিয়েছিলেন, ফরেন্সিক দফতরে কর্মচারী না থাকায় রিপোর্ট দেওয়া সম্ভব হয়নি।

Related articles

সাত মাস পরে আবার জঙ্গি হামলা, মৃত্যু! ক্ষোভে ফুঁসছে পহেলগামে মৃতের পরিবার

আবার একটি জঙ্গি হামলা। আবার কিছু নিরীহ মানুষের মৃত্যু। আবার একবার পাকিস্তানকে দেখে নেওয়া হুমকি বিজেপি নেতাদের। অথচ...

CCTV ফুটেজের পরে DNA টেস্ট: উমরই হামলাকারী প্রমাণিত, মিলল লাল গাড়িও

জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা উমর নবিই দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের হামলাকারী, প্রমাণিত হল ডিএনএ টেস্টে (DNA test)।...

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...
Exit mobile version