Thursday, November 13, 2025

আবেগের উৎসবে জল ঢালবে ঘূর্ণাবর্ত, সপ্তমী থেকেই বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস

Date:

করোনা মহামারি কাটিয়ে ফের পুরোনো ছন্দে বাঙালির শারদীয়া উৎসব। কেনাকাটা থেকে শুরু করে প্রাক-পুজো প্রস্তুতি জোরকদমে। ইউনেস্কোর হেরিটেজ তকমা পাওয়ার পর ভরপুর উৎসাহে একের পর এক চোখধাঁধানো মণ্ডপ ও প্রতিমার ডালি সাজিয়ে রেখে পুজো কমিটিগুলি। কিন্তু বাঙালির শ্রেষ্ঠ উৎসবে জল ঢাকতে মুখিয়ে রয়েছে ঘূর্ণাবর্ত।

আরও পড়ুন:কলকাতা থেকে জেলা-বিভিন্ন প্রান্তে পুজো উদ্বোধন মুখ্যমন্ত্রীর, দিলেন ডেঙ্গি সচেনতার বার্তা

মহালয়ার থেকেই পুজোর উদ্বোধন শুরু হয় গিয়েছে। বর্ণময় আলোকছটায় মুখরিত চারপাশ। মা আসছে। আট থেকে আশি আনন্দে উদ্বেল হওয়ার অপেক্ষায় প্রহর গুনছে। উৎসব যখন একেবারে দোরগোড়ায়, ঠিক তখন হাওয়া অফিসের পূর্বাভাস হতাশার খবর শোনালো।

আলিপুর আবহাওয়া দফতর স্পষ্ট জানিয়ে দিয়েছে, বৃষ্টি শুরু হবে সপ্তমী থেকেই। চলবে দশমী পর্যন্ত। অর্থাৎ পুজোর চারদিনই বৃষ্টিবিঘ্নিত হওয়ার আশঙ্কা। এলাকাভিত্তিতে বৃষ্টি হবে মাঝারি থেকে ভারী। আগামী, শনিবার অর্থাৎ ষষ্ঠীর দিনে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে। এর প্রভাবে রবিবার, সপ্তমী থেকে বুধবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে।

পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে শনিবার সৃষ্ট এই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হবে কি না, তা এখনই বলা যাচ্ছে না। হাওয়া অফিস জানিয়েছেন, বুধবার থেকে পুজোর দিনগুলিতে নির্দিষ্ট পূর্বাভাস দেওয়া হবে। সাধারণত কোনও নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার দিন পাঁচেক আগে থেকে নির্দিষ্ট পূর্বাভাস দেওয়া যায়। তাই সোমবার এ বিষয়ে বিস্তারিত বলতে চাননি আবহাওয়াবিদরা। তবে তাঁরা জানিয়েছেন, এই ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যের উপকূলবর্তী এলাকায় বৃষ্টি বেশি হবে। পুজোয় বৃষ্টি নিয়ে উদ্বেগ বাড়ছে সব মহলেই। সোমবার পুজোর উদ্বোধন করতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ঝড়-বৃষ্টি হতে পারে। মায়ের কাছে প্রার্থনা, সব ডুবিয়ে দিও না।”

উল্লেখ্য, রাজ্য থেকে খাতায়কলমে বর্ষা বিদায় নেওয়ার আগেই এবার পুজো এসে পড়েছে। তাই বৃষ্টির আশঙ্কা শুরু থেকেই ছিল। ঠিক এই সময় বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের পরিস্থিতি তৈরি হওয়ায় পুজোয় কম-বেশি বৃষ্টির আশঙ্কা আরও জোরালো হয়েছে। আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা ও অস্বস্তিকর গরম থাকবে। কোথাও কোথাও বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টি হতে পারে।


Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version