Monday, May 19, 2025

দেশ জুড়ে যেন স্বস্তির আবহ। করোনা গ্রাফের পতন নয়, জেনারেল ফার্টিলিটি রেটের (General Fertility Rate) গ্রাফ নিম্নমুখী। ভারতে (India) কমছে সন্তান উৎপাদন। গত দশকের তুলনায় GFR গড়ে ২০ শতাংশ কমেছে। স্যাম্পেল রেজিস্ট্রেশন সিস্টেম (Sample Registration System) মারফত এই তথ্য প্রকাশ্যে আসার পরই অনেকেই মনে করছেন দেশের জন্য এটি অন্যতম খুশির খবর।

ভারতের ক্রমবর্ধমান জনসংখ্যা চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছিল বিশেষজ্ঞদের। ফলে জনসংখ্যা নিয়ন্ত্রণ করা নিয়ে একাধিক চিন্তাভাবনা শুরু হয়। এক্ষেত্রে সচেতনতা বাড়ানর লক্ষ্য নিয়ে একাধিক কর্মসূচি নেওয়া হয়। জিএফআর হল দেশের জনঘনত্বের ঘাটতির নির্দেশক। এক কথায় বোঝাতে গেলে, প্রতি ১০০০ জন ১৫ থেকে ৪৯ বছর বয়সি মহিলা পিছু সন্তান উৎপাদনের হার বোঝানো হয় এর মাধ্যমে। ২০০০ সালে স্যাম্পেল রেজিস্ট্রেশন সিস্টেম (SRS) প্রদত্ত তথ্য অনুসারে, ২০০৮ থেকে ২০১০ পর্যন্ত ভারতের জিএফআর ছিল ৮৬.১ শতাংশ। ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে সেই হার কমে দাঁড়িয়েছে ৬৮.৭ শতাংশে। দেশের গ্রামীণ এলাকায় পরিবর্তন লক্ষ্য করার মতো। গ্রামের প্রত্যন্ত এলাকাগুলোতেও সার্বিক সন্তান উৎপাদনের হার কমেছে ২০.২ শতাংশ আর শহরে জিএফআর কমেছে ১৫.৬ শতাংশ। ২০১০ থেকে ২০২০ এর মধ্যে ভারতের রাজ্যগুলির মধ্যে জন্মু-কাশ্মীরের জিএফআর সবচেয়ে কমেছে ২৯.২ শতাংশ। দিল্লিতে জিএফআর ২৮.৫ শতাংশ। কিন্তু ঠিক কোন কোন কারণের জন্য কমছে এই রেট? বিশেষজ্ঞদের দাবি, মহিলাদের ক্ষেত্রে বেশি বয়সে বিয়ে করা, পড়াশোনার প্রতি তাঁদের আগ্রহ এবং বাজারে গর্ভনিরোধকের প্রাপ্তি — এই সব বিষয়ের উপর ভিত্তি করেই এই ঘটনা।

Related articles

বিজেপির গুজরাতে মন্ত্রীর ছেলের দুর্নীতির নয়া কীর্তি! একশো দিনের বরাদ্দ টাকা চুরি করে জেলে

একশো দিনের কাজে বাংলা এক নম্বর। তারপরও কুৎসা আর অপপ্রচার চালিয়ে বাংলার বরাদ্দ ও শ্রমিকদের প্রাপ্য বকেয়া বন্ধ...

বাংলাদেশকে ‘উচিত শিক্ষা’ দিতেই উদ্যোগ! কপোতাক্ষ নদের জল আটকাতে তৈরি হল স্লুইস গেট

উত্তর ২৪ পরগনার সীমান্তবর্তী বয়রা গ্রামে বাংলাদেশ থেকে প্রবাহিত কপোতাক্ষ নদের জল আটকাতে তৈরি হল স্লুইস গেট। বর্ষাকালে...

ভগবানপুরে অস্ত্র-সহ গ্রেফতার দুই বিজেপি নেতা! চাঞ্চল্য এলাকায় 

পূর্ব মেদিনীপুরের ভগবানপুর থেকে বন্দুক ও গুলি-সহ দুই বিজেপি নেতার গ্রেফতারিতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। ধৃতরা হলেন...

টাইম মেশিন থেকে ফেসবুক: ছোটদের মনের গল্প নিয়ে মুক্তি পেল ‘প্রফেসর রে’

ওটিটি আর সিরিজের ভিড়ে কবেই হারিয়ে গিয়েছে গুপি-বাঘা। কার্টুন চ্যানেলেও মন বসে না ছোটদের। মোবাইলের দৌরাত্ম্যে ছোটদের কল্পনাশক্তিও...
Exit mobile version