Monday, May 19, 2025

বন্ধু আবের শেষকৃত্যে যোগ দিতে জাপানে মোদি, বৈঠক ফুমিও কিশিদার সঙ্গে

Date:

বন্ধু শিনজো আবের শেষকৃত্যে যোগ দিতে জাপান(Japan) পৌছলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার রাতেই দিল্লি থেকে টোকিওর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তিনি। মঙ্গলবার জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার(Phumio Kishida) সঙ্গে বৈঠক করেন নরেন্দ্র মোদি(Narendra Modi)।

সংবাদমাধ্যম সূত্রের খবর, জাপানের রাজধানী টোকিওতে মোদিকে অভ্যর্থনা জানান জাপানের প্রধানমন্ত্রী। এরপর দুই রাষ্ট্র প্রধানের মধ্যে হয় দ্বিপাক্ষিক আলোচনা। ‌ সেখানে প্রধানমন্ত্রী বলেন, “আজ শোকের আবহে আমাদের এই সাক্ষাৎ হচ্ছে। শেষবার যখন আমি এখানে (জাপান) এসেছিলাম তখন প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে অনেক কথা হয়। ভারত আবেকে ভুলতে পারছে না।” দুই দেশের সম্পর্ক আরও মজবুত করার লক্ষ্য নিয়ে জাপানের প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদি জানান, “আপনার নেতৃত্বে আমার পূর্ণ আস্থা রয়েছে। আপনার নেতৃত্বে ভারত ও জাপান বিশ্বের জটিল সমস্যাগুলি সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।” জানা গিয়েছে, কিশিদার সঙ্গে বৈঠকের পর টোকিওয় আবের শেষকৃত্যে যোগ দেবেন মোদি।

উল্লেখ্য, গত জুলাই মাসে পশ্চিম জাপানের নারা শহরে একটি অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় আচমকাই আবের (Shinzo Abe) উপরে গুলি চালায় এক আততায়ী। মঞ্চের উপরেই লুটিয়ে পড়তে দেখা যায় আবেকে। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। কিন্তু চিকিৎসকদের আপ্রাণ চেষ্টা ব্যর্থ করে মৃত্যু হয় জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রীর। ‘প্রিয় বন্ধু’র মৃত্যুতে শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। আবের মৃত্যুতে জাতীয় শোক ঘোষণা করে কেন্দ্র সরকার।

Related articles

বাংলাদেশকে হারিয়ে অনুর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়ন ভারত

রুদ্ধশ্বাস লড়াইয়ে বাংলাদেশকে হারিয়ে অনুর্দ্ব-১৯ সাফকাপ(U-19 SAFF CUP) চ্যাম্পিয়ন ভারত। পেনাল্টিতে বাংলাদেশকে ৪-৩ গোলে হারাল মেন ইন ব্লুজ...

রাম-রাম রাজনীতির বোঁড়ে অভয়ার বাবা-মা! আচমকাই হাজির শিক্ষক আন্দোলন মঞ্চে

রাজ্য সরকার অপরাধীকে গ্রেফতার করে তার সর্বোচ্চ শাস্তির পথ সুগম করেছিল। আদালতে বিচারাধীন এই মামলা এখনও বিচার দিতে...

খুশির আবহ দার্জিলিং চিড়িয়াখানায় ! দুটি স্নো লেপার্ড শাবকের জন্ম দিল “রের”

সুখবর দার্জিলিংয়ের পদ্মজা নাইডু চিড়িয়াখানা থেকে। স্নো-লেপার্ড ‘রের’ এবং ‘নামকা’-র ঘরে এসেছে নতুন অতিথি। ১৩ মে রাতে ওই...

বীর সেনাদের প্রতি শ্রদ্ধা! তৃণমূলের শহিদতর্পণ কর্মসূচির দ্বিতীয় দিনে ব্যাপক সাড়া রাজ্যে 

দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে দেশের বীর সেনাদের প্রতি শ্রদ্ধা ও শহিদদের আত্মার শান্তি কামনায় রাজ্যজুড়ে পালিত হল তৃণমূল...
Exit mobile version