Tuesday, November 4, 2025

সিঙ্গাপুরের কাছে কোনওক্রমে হার বাঁচানোর পর ভিয়েতনামের বিরুদ্ধে ০-৩ গোলে হারল ভারত। নিজেদের মাঠে দর্শক সমর্থন নিয়েই মাঠে নেমেছিল ভারতের থেকে ফিফা র‍্যাঙ্কিংয়ে মাত্র সাত ধাপ এগিয়ে থাকা ভিয়েতনাম। ঘরের মাঠে তারাই ছিল ফেভারিট। কিন্তু ইগর স্টিমাচের দল কোনও ভাবেই তাদের বিরুদ্ধে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারেনি।

শুরুর পাঁচ মিনিটের মধ্যে সুনীল ছেত্রী, অনিরুদ্ধ থাপারা ভিয়েতনাম গোলমুখে চাপ তৈরি করলেও বিপক্ষ রক্ষণ ভাঙতে পারেননি। এশিয়ান কাপের আগে টুর্নামেন্টে ভারতের পারফরম্যান্স নিয়ে উঠছে প্রশ্ন। ভাল প্রস্তুতি এবং আরও ফ্রেন্ডলি ম্যাচ খেলার জোরালো দাবিও উঠে পড়ল এদিন।

ম্যাচের ৪৩ মিনিটে প্রতিআক্রমণে সুনীল ছেত্রীর হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। এছাড়া গোটা ম্যাচে ভারতীয়রা সেভাবে দাগ কাটতে পারেনি। কার্যত বিনা প্রস্তুতিতে জোড়া ফ্রেন্ডলি খেলতে গিয়ে হতাশ করল স্টিমাচের ভারত। দু’টি ম্যাচই জিতে ত্রিদেশীয় হাং থিন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল ভিয়েতনাম। প্রতিযোগিতার পুরস্কার অর্থ হিসেবে চ্যাম্পিয়ন হয়ে ৩০ হাজার ডলার পেল তারা। ভিসা ইস্যুতে দেরিতে দলের সঙ্গে যোগ দেওয়া দুই ফুটবলার সন্দেশ ঝিঙ্গান এবং চিঙ্গলেনসানা সিং এদিন খেলেন। কিন্তু তাতেও ভারতীয় দলের খেলায় উন্নতি চোখে পড়েনি।

খেলা শুরুর প্রথম সাত-আট মিনিট প্রাধান্য নিয়ে খেলার চেষ্টা করেছিল ভারত। এর পর খেলার নিয়ন্ত্রণ পুরোপুরি চলে আসে ভিয়েতনামের অনুকূলে। একের পর এক আক্রমণে ভারতীয় রক্ষণে চাপ বাড়ান ভিয়েতনামের ফুটবলাররা। ১০ মিনিটে ভ্যান ডাচের গোলে এগিয়ে যায় ভিয়েতনাম। বিরতির পর ৪৯ মিনিটে ব্যবধান বাড়ান ভ্যান টোয়ান। ৭০ মিনিটে ভিয়েতনামের হয়ে তৃতীয় গোলটি করেন ভ্যান কোয়েত।

আরও পড়ুন:এরিয়ানের বিরুদ্ধে জয় লক্ষ‍্য লাল-হলুদের

Related articles

দ্বিজেন মুখোপাধ্যায়ের পরিবারের নামও বাদ! এসআইআরকে ঘিরে ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রীর 

এসআইআর প্রক্রিয়াকে হাতিয়ার করে ভোটার তালিকা থেকে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে— এমন অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী...

Push-up-এ বাজিমাৎ! মঞ্চে সবাইকে হারালেন অভিষেক

তাঁর জিমি ওয়াক আউট করার ছবি আগেই পোস্ট করেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abishek Banerjee)।...

এসআইআর মঞ্চে ‘শহিদ বরণ’: সাত শহিদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন মমতা-অভিষেকের

বাংলা বিরোধী বিজেপির চক্রান্তে ভোটার তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা বাংলার লক্ষ লক্ষ মানুষের। সেই আতঙ্কে এখনও পর্যন্ত...

এসআইআর মামলায় দ্রুত শুনানির আর্জি ফেরাল হাই কোর্ট 

ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলার দ্রুত শুনানির আবেদন মঙ্গলবারও খারিজ করল...
Exit mobile version